Today Trending Newsদেশনিউজ

আমাদের পুলিশ দিন, আমরা দোষীদের দুই দিনের মধ্যে ফাঁসি দেব

Advertisement

গত বৃহস্পতিবার দিল্লির উপ মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া নির্ভয়া মামলার দোষীদের ফাঁসি ‘দেরি’ হওয়ার কারন বসত দিল্লির সরকার AAP অর্থাৎ আম আদমি পার্টিকে দোষারোপ করলেন। তিনি দিল্লির সরকার AAP -এর উদ্দেশ্যে বলেন ” আমাকে দিল্লি পুলিশ দুদিন সময় দিক, আমি নির্ভয়ার অভিযুক্তদের ফাঁসি দেব।”

এদিন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রকাশ জাভেদকার দিল্লির সরকার আম আদমি পার্টিকে অর্থাৎ অরবিন্দ কেজরিওয়ালের সরকারকে নির্ভয়া মামলার দোষী সাব্যস্তকারীদের ফাঁসি কার্যকর করতে “বিলম্ব” করার জন্য দোষারোপ করেন। প্রকাশ জাভেদকর এদিন বলেন “দিল্লির সরকার অভিযুক্তদের ফাঁসি দিতে বিলম্ব করার ফলে অপরাধীদের প্রতি উদাসীন মনভাব দেখানো হচ্ছে।”

আরও পড়ুন : প্রজাতন্ত্র দিবসে হামলার ছক, পাঁচ জঙ্গিকে ধরল পুলিশ

অপরদিকে জাভেদকরের প্রশ্নের প্রত্যুত্যরে এদিন সিসোদিয়া বলেন “দিল্লির পুলিশ আপনার অধীনে, স্বরাষ্ট্র মন্ত্রক আপনার অধীনে, তিহার জেলে ডিজি ও প্রশাসন আপনার অধীনে তাই আপনি সংবেদনশীল হন। আপনার কথার দ্বারা মানুষ প্ররোচিত হবে, এমন কাজ আপনি করতে পারেন না।”

এই প্রসঙ্গে সিসোদিয়া জাভেদকরের উদ্দেশ্য সংবাদমাধ্যমের কাছে আরও বলেন “আপনি এমন সংবেদনশীল ইস্যুতে কেন প্রশাসনকে নির্দেশ দিচ্ছেন না! আমাদের অনুমতি দিলে দুদিনের মধ্যে অভিযুক্তদের ফাঁসি দিতে পারি।”

আরও পড়ুন : নির্ভয়ার দোষীদের নিয়ে উঠে এল চাঞ্চল্যকর তথ্য

অপরদিকে আম আদমি পার্টির নেতা সঞ্জয় সিংহের বক্তব্য দিল্লি পুলিশ ও প্রশাসনের দখলে রয়েছে বিজেপি সরকার, AAP পার্টিকে অযথা দোষারোপ করা হচ্ছে। দোষীদের ফাঁসির দেরি হওয়ার জন্য দায়ী বিজেপি সরকার। কারন দিল্লির আইনশৃঙ্খলা কেন্দ্র সরকার বিজেপির হাতে।

গত বুধবার দিল্লির সরকারের তরফ থেকে দিল্লি হাইকোর্টে জানানো হয়, নির্ভয়া গনধর্ষন মামলার চার অভিযুক্ত মুকেশ কুমার সিং (৩২), অক্ষয় কুমার সিং (৩১), বিনয় শর্মা (২৬), পবন গুপ্তা (২৫) এদের আর্জি যতক্ষণ না পূরণ হচ্ছে ততক্ষণ নির্ধারিত সময় আগামী ২২ জানুয়ারি ফাঁসি দেওয়া সম্ভব নয়, তা সংবিধান বিরোধী।  ২২ জানুয়ারী সকাল ৭ টায় এই চার ধর্ষককে তিহার জেল থেকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছিল।

Related Articles

Back to top button