গোয়াতে করোনা আক্রান্তের সংখ্যা কমেছে। সক্রিয় আক্রান্তের সংখ্যা শূন্য। প্রায় দেড় মাস ধরে নতুন কোনো আক্রান্তের খোঁজ মেলেনি। কিন্তু ফের আবার দেড় মাস পরে গোয়াতে সংক্রমণ ধরা পড়েছে। আসলে দেশে ১৫ জোড়া বিশেষ ট্রেন চালু হতেই মানুষ গোয়াতে এসেছে, আর তারফলেই বেড়েছে নতুন করে সংক্রমণ। এমনটাই অভিযোগ করেছেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। বৃহস্পতিবার গোয়াতে নতুন করে ৮ জন সংক্রমিত হয়েছেন। এরা সবাই বাইরে থেকে এসেছেন বলে জানা গেছে।
মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত জানিয়েছেন যে যারা এই সময় ট্রেনে করে এসেছেন তাদেরকে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। তাদের খাবার ব্যবস্থা তাদেরকে নিজেদের করতে হবে। আর ১৪ দিন হোটেলে থাকতে হবে। বাইরে কেউ বেরোতে পারবে না, সমস্ত বিচ বন্ধ রাখা হয়েছে। সরকার কোনোরকম সাহায্য করবে না বলেও তিনি জানিয়েছেন।
এছাড়া তিনি আরও বলেছেন যে ১৬ মে আবার একটা ট্রেন আসবে। সেখানের যাত্রীরা কেউ গোয়ার বাসিন্দা নন। তাদের সবাইকে পরীক্ষা করা হবে। প্রত্যেককে হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেওয়া হবে। কিন্তু তারা নিয়ম মানবে কিনা সেই নিয়ে মুখ্যমন্ত্রী সংশয় প্রকাশ করেছেন। তাই তিনি রেলমন্ত্রকের কাছে আবেদন করেছেন গোয়াতে যেন কোনও ট্রেন থামানো না হয়।