DA Hike: : অবশেষে বাড়লো মহার্ঘ ভাতা, কত শতাংশ বাড়লো টাকা? রাজ্য সরকারি কর্মচারীদের জন্য জারি বিজ্ঞপ্তি
গোয়া রাজ্য সরকার ইতিমধ্যেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা বৃদ্ধি করার ঘোষণা করেছে
কেন্দ্রের দেখানো পথে একের পর এক হাঁটতে শুরু করেছে রাজ্য সরকার গুলি। গত মাসের কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছিল সরকার। ৫০ শতাংশ থেকে বাড়িয়ে মহার্ঘভাতা ৫৩ শতাংশ হয়েছিল। অন্যদিকে কেন্দ্রীয় সরকার মহার্ঘ ভাতা বাড়ানোর পর থেকে একের পর এক রাজ্য মহার্ঘ ভাতা বাড়াতে শুরু করেছে। এই একই রকম ভাবে মহার্ঘ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে গোয়া সরকার। এবারে কেন্দ্রীয় সরকারের মতো গোয়াতেও রাজ্য সরকারি কর্মচারীরা ৫৩ শতাংশ মহার্ঘ ভাতা পেতে চলেছেন। পাশাপাশি সরকারি মদদ প্রাপ্ত স্কুলগুলির শিক্ষক এবং অশিক্ষক কর্মীরাও এই একই হারে মহার্ঘ ভাতা পাবেন বলে জানা যাচ্ছে। সরকারের তরফে জানানো হয়েছে, এই মহার্ঘ ভাতা কার্যকর হবে ১ জুলাই থেকে। অর্থাৎ এরিয়ার পেয়ে যাবেন সরকারি কর্মচারীরা।
সম্প্রতি এক বিজ্ঞপ্তি জারি করে রাজ্যের অর্থ দপ্তরের সেক্রেটারি প্রণব ভাট জানিয়েছেন নভেম্বর মাসের বেতনের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীরা জুলাই আগস্ট সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের বকেয়া মহার্ঘ ভাতা পেয়ে যাবেন। এই মহার্ঘ ভাতা বৃদ্ধির ফলে প্রতিমাসে সরকারি কোষাগার থেকে বাড়তি ৯ থেকে ১০ কোটি টাকা খরচ হবে।
তবে পশ্চিমবঙ্গ কিন্তু এই একই পথে এখনো পর্যন্ত হাঁটছে না। পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা এখনো ষষ্ঠ পে কমিশনে রয়েছেন। তারা এখনো পর্যন্ত ১৪ শতাংশ হারে মহার্ঘ ভাতা পেয়ে যাচ্ছেন। কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দাবিতে বহুদিন ধরে আন্দোলন চালাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা। তবে, এখনো পর্যন্ত কোন সুরাহা হয়নি। আইনি পথে আটকে রয়েছে সেই লড়াই। বাংলার সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা মামলা বর্তমানে সুপ্রিম কোর্টে রয়েছে। তবে শীর্ষ আদালত বারংবার পিছিয়ে যাচ্ছে শুনানি।