মহারাষ্ট্রে পালাবদলের পর গোয়াতেও হারবে বিজেপি, হুশিঁয়ারি সঞ্জয় রাউতের

মহারাষ্ট্র : সাম্প্রতিক বেশ কিছু মাস বিজেপির জন্য খুব খারাপ কাটছে। কিছুদিন আগে রাজ্যে তিনটি কেন্দ্রের উপনির্বাচনে তৃনমূলের কাছে পরাজয় লাভ করে বিজেপি। একমাস আগে মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে বিজেপি-শিবসেনা জয়লাভ করলেও কিছু দ্বন্দ্বের জন্য শিবসেনা জোট থেকে বেরিয়ে কংগ্রেস এবং এনসিপির সাথে জোট গঠন করে মুখ্যমন্ত্রীত্ব পদে অবতরন করবে।

গত বৃহস্পতিবার শিবসেনা নেতা উদ্ধব ঠাকরে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহন করেন। এব্যাপারে শিবসেনার মূখ্য নেতা সঞ্জয় রাউত বিজেপিকে হুশিঁয়ারি দেন, ‘রাজনৈতিক মহারাষ্ট্রে পালাবদলের পর গোয়াতেও হারবে বিজেপি’। তার সাথে সাথে কংগ্রেস, এনসিপির ও শিবসেনার মোট ছয়জন মন্ত্রী মন্ত্রীত্ব পদের শপথ নেন।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে সঞ্জয় রাউত বলেন, গোয়া ফরওয়ার্ড পার্টির সভাপতি বিজয় সারদেশাই ও দলের তিনজন বিধায়ক শিবসেনার সাথে যোগাযোগ রাখছে। মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির প্রধান সুধীন দাভিলকারের সাথে তাদের কথা চলছে। গোয়ায় সরকার আছে এরকম কয়েকজন বিধায়কের সাথে যোগাযোগ রাখা হচ্ছে।

সঞ্জয় রাউত দাবি করেছেন গোয়াতে অনৈতিকভাবে সরকার গঠন করেছে বিজেপি। তাই সেখানেও কংগ্রেসের সহ অনেক দলের সাথে জোট গঠনের পরিকল্পনা করছে তারা। দেখার বিষয় হল গোয়াতে সরকার বদলায় কিনা।