Gold and silver price: রাখির আগে এক ধাক্কায় দাম কমলো সোনার! আজ কলকাতায় কত হলো সোনা রুপোর দাম?
রাখি পূর্ণিমার আগে সপ্তাহের প্রথম কর্ম দিবসে কলকাতায় সোনার দাম কমেছে
ভারতের বাজারে প্রতিদিন সোনা এবং রুপোর দাম নিয়মিতভাবে পরিবর্তিত হয়ে থাকে। সম্প্রতি সোনা প্রতি ১০ গ্রামে ৫৯ হাজার টাকার বেশি দামে চলছিল। তবে এখন সোনার দাম ৫৮ হাজার টাকার রেঞ্জে নেমে এসেছে। আজ সোনার দাম কিছুটা হলেও বৃদ্ধি পেয়েছে বুলিয়ান বাজারে। আজ সকালে এমসিএক্স এক্সচেঞ্জে লাভের সাথে সোনা লেনদেন করতে শুরু করেছে। অন্যদিকে রুপোর কথা বললে রুপোর দামও এই মুহূর্তে অনেকটাই বেশি। আপনি যদি সোনা কেনার পরিকল্পনা করে থাকেন তবে অবশ্যই একবার লেটেস্ট দাম চেক করে নেবেন।
আজ সকালে কলকাতায় ২২ ক্যারেট প্রতি ১০ গ্রাম সোনার দাম ৫৪ হাজার ৪৫০ টাকা। অর্থাৎ আগের তুলনায় ৫০ টাকা সস্তা হয়েছে সোনার দাম। অন্যদিকে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ৫৯,৪০০ টাকা। অর্থাৎ এই দাম ৫০ টাকা কমেছে। গত সপ্তাহের সোমবার ২২ ক্যারেট সোনার দাম ৫৪,১৫০ টাকা ছিল প্রতি দশ গ্রামে। অন্যদিকে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ছিল ৫৯,০৭০ টাকা। অর্থাৎ এক সপ্তাহে ২২ ক্যারেট সোনার দাম ৩০০ টাকা বেড়েছে। আর ২৪ ক্যারেট সোনার দাম ৩৩০ টাকা বৃদ্ধি পেয়েছে।
অন্যদিকে রুপোর দাম সপ্তাহের প্রথম কর্ম দিবসে একই স্তরে আছে আগের তুলনায়। এই মুহূর্তে প্রতি কিলোগ্রাম রুপোর দাম ৭৬ হাজার ৯০০ টাকা। অর্থাৎ গত সপ্তাহের তুলনায় এক কেজির রুপোর দাম বেড়েছে ৬০০ টাকা। ভারতের বাজারে সোনার দাম নিয়ে অনেকেই এই মুহূর্তে চিন্তায় রয়েছেন। আপনারা যারা সোনায় বিনিয়োগ করতে চান তাদের জন্য এটা ভালো সময়। তবে যারা রাখি বন্ধন এর আগে সোনা কিনতে চাইছেন তারা এই সময় সস্তায় কিনতে পারবেন সোনা।