প্রায় প্রতিদিন নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম ।লাফিয়ে বাড়ছে। সেই সাথে মধ্যবিত্তদের কপালে চিন্তার ভাঁজ পড়ছে ভবিষ্যৎ অর্থনৈতিক অবস্থার কথা ভেবে। দুর্গাপূজো এবং লক্ষ্মীপূজার পর চলতি মাসের শেষের দিকেই রয়েছে কালীপুজো। এই দীপাবলীর সময় কম বেশি সকলেই সোনা রুপা কিনে থাকেন। এটাই এখন স্বস্তির খবর যে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়লেও পুজোর পর থেকে সোনার দাম প্রতিদিনই একটু একটু করে কমছে। ধনতেরাসের সময় ভারতীয় বাজারে সোনা ও রুপোর দাম কমলে মুখে হাসি ফুটবে মধ্যবিত্তদের।
ধনতেরাসের আগে ভারতীয় বাজারে সোনার দাম ধাপে ধাপে অনেকটাই কমেছে। আজ শুক্রবার এমসিএক্স সূচকে ১০ গ্রাম গোল্ড ফিউচার্সের দাম ১০৯ টাকা বা ০.২২ শতাংশ কমে হয়ে দাঁড়িয়েছে ৫০ হাজার ৩৪ টাকা। সোনার সাথে পাল্লা দিয়ে দাম কমেছে রুপোরও। এক কিলোগ্রাম রুপোর দাম ০.৪৯ শতাংশ হ্রাস পেয়ে হয়েছে ৫৬ হাজার ৩৮৯ টাকা।
অন্যদিকে আন্তর্জাতিক বাজারে সোনার দাম একটু কমলেও কিছুটা দাম বেড়েছে রুপোর। সোনার বর্তমান দাম ০.০৮ শতাংশ কমে প্রতি আউন্সে ১৬২৬.২৫ ডলার হয়েছে ৷ আন্তর্জাতিক বাজারে রুপোর দাম অবশ্য বেড়েছে ৷ রুপোর দাম এদিন ১.১১ শতাংশ বেড়ে ১৮.৬২ ডলার প্রতি আউন্স হয়ে গিয়েছে।