Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

১১ হাজার টাকা সস্তায় মিলছে সোনা, দেখুন কোথায় পাবেন এবং কিভাবে

Updated :  Wednesday, August 11, 2021 4:22 PM

যদি আপনি আর কিছুদিনের মধ্যে সোনার গয়না কিনতে চান তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। সম্প্রতি পাওয়া রিপোর্ট অনুযায়ী গোটা ৪ বছরের নিরিখে বর্তমানে সবথেকে সস্তায় পাওয়া যাচ্ছে সোনা। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ এর রিপোর্ট অনুযায়ী 10 গ্রাম সোনার দাম বর্তমানে 46 হাজার টাকা হয়ে গেছে যা গত চার মাসের মধ্যে সবথেকে কম। অন্যদিকে গত তিন দিনে সোনার দাম 1.3 শতাংশ পড়ে গেছে। এটা সোনার সবথেকে কম দাম চলছে বর্তমানে।

এমসিএক্স সূচকে জানা গিয়েছে বর্তমানে সোনার অলটাইম হাই থেকে 11 হাজার টাকা সস্তা চলছে সোনালী ধাতু। গত বছরের আগস্ট মাসে 56 হাজার 200 টাকা হয়ে গিয়েছিল সোনার দাম। সেই নিরিখে দাঁড়িয়ে বর্তমানে সোনার দাম অনেকটাই কম। বর্তমানে 10 গ্রাম সোনার দাম 45000 টাকা। অর্থাৎ আগের থেকে অনেকটা কম। তাই এখন যদি আপনি সোনার উপরে ইনভেস্ট করতে চান তাহলে এটা সবথেকে ভালো সময়।

বিশেষজ্ঞরা বলছেন, এই বছরের শেষের দিকে সোনার দাম মোটামুটি 60 হাজার টাকার কাছাকাছি হতে পারে। এই কারণে যদি এই সময় আপনি সোনা ইনভেস্ট করেন পরবর্তীতে প্রচুর মুনাফা কামাতে পারবেন সোনায়। গতবছর সোনা প্রায় 28 শতাংশ রিটার্ন দিয়েছিল। তার আগের বছর 25% রিটার্ন এনেছিল সোনা। এরকম ট্রেন্ড চলতে থাকলে লং টার্ম ইনভেসমেন্ট এর ক্ষেত্রে সোনা অত্যন্ত ভাল একটি জিনিস হতে পারে।

তবে শুধুমাত্র সোনা নয়, দাম হ্রাস পেয়েছে রুপোর ক্ষেত্রেও। যেখানে সোনার দাম 1.3 শতাংশ পড়ে গিয়েছিল, সেখানে রুপোর দাম পড়েছে 1.5 শতাংশ। মঙ্গলবার দিল্লির সারাফা বাজারে 176 টাকার কম হয়ে বিক্রি হয়েছিল 45 হাজার 110 টাকা করে। অন্যদিকে রুপোর দাম হয়েছিল 61715 টাকা। সূত্রের খবর অনুযায়ী আবার বর্তমানে সবথেকে সস্তায় সোনা মিলছে চেন্নাইয়ে। সেখানে নাকি প্রতি 10 গ্রাম সোনার দাম 43 হাজার 700 টাকা।