মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে পরপর দুদিন কমলো সোনার দাম। গত এক সপ্তাহ ধরে প্রতিদিন বাড়ছিল সোনার দাম। সোনার দাম সর্বকালীন রেকর্ড ৪৪,০০০ এও পৌঁছে যায়। আজ কলকাতায় ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ৪১,৮২০ টাকা। যা গতকালের দামের থেকে ৫০ টাকা কম।
২২ ক্যারেট সোনার দামের দাম কোমর পাশাপাশি ২৪ ক্যারেট সোনার দামও কমেছে অনেকটাই। আজ কলকাতায় ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ৪৩,৬২০ টাকা, যা গতকালের দামের তুলনায় ৫০ টাকা কম।
আরও পড়ুন : এই সহজ উপায়ে মাসে ইনকাম করুন হাজার হাজার টাকা
সোনার দাম কমলেও দাম বেড়েছে রুপোর। রুপোর দাম আজ প্রতি কেজিতে ৪৬,৯১০ টাকা হয়েছে। গতকালের তুলনায় দাম বেড়েছে ০.৭২%। সোনার দাম কমার জন্য বিশ্ব বাজারে সোনার দামে পতনকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। বিশ্ব বাজারে সোনার দাম কমার পাশাপাশি ডলারের তুলনায় টাকার দাম একটু বাড়ার ফলেও সোনার দামে পার্থক্য হয়েছে।