টানা দাম বাড়ছিল সোনার। সাধারণ ব্যাবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই চিন্তায় পড়েছিলেন খুবই। সেই চিন্তা কাটিয়ে অনেকটাই কমলো সোনার দাম। টানা বাড়ার পর গত কয়েকদিন ধরেই কমছে সোনার দাম। আজ ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে কমেছে ৭১০ টাকা।
আজ সোনার দাম প্রতি ১০ গ্রামে ৪০,৯৮০ টাকা, সেখানে গতকাল সোনার দাম ছিল প্রতি ১০ গ্রামে ৪১,৬৯০ টাকা। ফলে সোনার দাম গতদিনের তুলনায় অনেকটাই কমেছে আজ। ২২ ক্যারেট সোনার দামের পাশপাশি দাম কমেছে ২৪ ক্যারেটের সোনারও।
আরও পড়ুন : আতঙ্ক ছড়িয়েছে করোনা ভাইরাস, শেয়ার বাজার থেকে উধাও কয়েক লক্ষ কোটি
আজ প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৪২,৮৮০ টাকা। যা গতকাল ছিল ৪৩, ৫৯০ টাকা। যা আজ কমেছে ৭১০ টাকা। সোনার দামের পাশাপাশি দাম কমেছে রুপোরও। রুপোর দাম আজ প্রতি কেজিতে হয়েছে ৪৫,৬৮০ টাকা।