দেশ জুড়ে জারি থাকা লকডাউনের মাঝেই কমলো সোনার দাম। টানা তৃতীয় দিন দাম কমলো সোনার। কলকাতায় ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম আজ ৪৭,৩০০ টাকা। ২৪ ক্যারেট সোনার দামের পাশাপাশি দাম কমেছে ২২ ক্যারেট গহনা সোনারও। ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ৪৫,৩৪০ টাকা।
দাম বেড়েছে রুপোর। রুপোর দাম ০.৫৭ শতাংশ বেড়েছে আগের দামে থেকে। রুপোর দাম প্রতি কেজিতে হয়েছে ৪১,৯৫১ টাকা। ভারতে সোনার দাম মূলত নির্ভর করে বিশ্ব বাজারের দামের উপর। বিশ্ব বাজারে সোনার দাম বেড়েছে ০.১ শতাংশ। এক আউন্স সোনার দাম বিশ্ব বাজারে এখন ১৭০৮.৫৩ ডলার।
করোনার ভাইরাস এবং লকডাউনের প্রভাবে ভারত সহ বিশ্বের অন্যান্য দেশের অর্থনীতি ধুঁকছে। সমস্ত কার্যক্রম বন্ধ হওয়ার জন্য শেয়ারবাজারে ধ্বস নেমেছে। এই পরিস্থিতিতে বিনিয়োগকারীদের আস্থা বেড়েছে সোনায়। বিশেষজ্ঞদের মতে এই জাতীয় পরিস্থিতি অব্যাহত থাকলে সোনা আরও ব্যয়বহুল হয়ে উঠবে। বাজার বিশেষজ্ঞদের ধারণা, এই বছরের শেষদিকে ভারতে সোনার দাম প্রতি ১০ গ্রামে ৫০ হাজার টাকা পৌঁছে যেতে পারে।