করোনা ভাইরাসের জেরে শেয়ার বাজারের ওঠানামা চলতেই আছে, আর এর ফলে সোনার দামে কোনদিন বাড়ছে কোনদিন কমছে। গত ছয়দিনে সোনার দাম কমেছে ৫,৫০০ টাকার বেশি। যে সোনার দাম ৪৫ হাজারের উপরে চলে গেছিল প্রতি ১০ গ্রামের দাম সেই দাম নেমে এসেছে ৪০ হাজারের নীচে।
আজ ২২ ক্যারেট প্রতি ১০ গ্রাম সোনার দাম ৮০০ টাকা কমেছে। আজ প্রতি ১০ গ্রাম সোনার দাম ৩৮,৭৫৫ টাকা। ২২ ক্যারেট সোনার দাম কমার সাথে সাথে দাম কমেছে ২৪ ক্যারেট সোনার দামেরও। ২৪ ক্যারেট সোনার দাম আজ প্রতি ১০ গ্রামে ৪০,৭৬০ টাকা।
আরও পড়ুন : অর্থ কেলেঙ্কারিতে ইয়েস ব্যাঙ্ক, অনিল আম্বানিকে তলব ইডির
সোনার দাম কমার সাথে সাথে দাম কমেছে রুপোরও। রুপোর দাম গত ছয়দিনে ১০ হাজার টাকার বেশি কমেছে। আজ রুপোর দাম প্রতি কেজিতে ৩৪,৫০০ টাকা। সোনা-রুপোর দাম এমন ওঠানামা করবে বলেই মত বিশেষজ্ঞদের। ভাইরাসের আতঙ্ক যতদিন না কাটবে ততদিন এমনই হবে বলে মত তাদের।