ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Gold price today: ধনতেরাসে আজ অনেকটা সস্তা হয়ে গেল সোনা, জেনে নিন আজকের সোনার দাম

ধনতেরাসের দিন ২৯ শে অক্টোবর অনেকটাই সস্তা হয়ে গিয়েছে সোনা

Advertisement

আজ অর্থাৎ ধনতেরাসের দিন ২৯ শে অক্টোবর, সোনার দাম বেশ কিছুটা সস্তা হয়েছে। আজ ভারতের বাজারে সোনার দাম কমেছে একেবারে ৫০০ টাকা। সোনা এবং রুপোর পাত্র যেহেতু এই সময় কেনা খুব শুভ মনে করা হয় সেই কারণে এই সময় সোনা এবং রুপোর দাম অনেকটা বেশি থাকে। এমন পরিস্থিতিতে ২৪ ক্যারেট সোনার দাম কমে যাওয়ায় সাধারণ মানুষের জন্য বিষয়টা অনেক স্বস্থির হয়ে দাঁড়িয়েছে। এই মুহূর্তে ভারতের বাজারে ২৪ ক্যারেট সোনার দাম প্রায় ৭৯ হাজার টাকা। অন্যদিকে ২২ ক্যারেট সোনার দাম ৭৩ হাজার টাকা। পাশাপাশি ধনতেরাসে রুপোর দাম ৯৭৯০০ টাকা প্রতি কিলো।

দিল্লি নয়ডা গাজিয়াবাদ লখনউ এবং জয়পুরে সোনার দাম অনেকটা পরিবর্তন হয়েছে। বর্তমানে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ৭৯ হাজার ৯৪০ টাকা। এছাড়া প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৭৩২৯০ টাকা। পাটনা এবং আমেদাবাদে সোনার দাম একইভাবে কমেছে। এখানে প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৭৯ হাজার ৮৪০ টাকা এবং ২২ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দাম ৭৩ হাজার ১৯০ টাকা। ভুবনেশ্বর মুম্বাই এবং কলকাতায় সোনার দাম ১০ গ্রামে ২৪ ক্যারেটে ৭৯ হাজার ৭৯০ টাকা। পাশাপাশি ২২ ক্যারেট প্রতি ১০ গ্রাম সোনার দাম ৭৩ হাজার ১৪০ টাকা।

সারাদেশে সোনার দাম আন্তর্জাতিক বাজারে সোনার অবস্থা এবং মুদ্রা বিনিময় হার সহ অনেক কারণে নির্ভর করে। বিশ্ববাজারে সোনার দাম বাড়লে ভারতের বাজারে এর প্রভাব পড়ে। এছাড়া উৎসবের মরশুমে চাহিদা বৃদ্ধির কারণে সোনার দাম অনেকটা বেড়ে যায়। ভারতে মরশুমের চাহিদা এবং পশ্চিম এশিয়ার সংঘাত এবং ভূ-রাজনৈতিক ঝুঁকির কারণে অনেক সময় বিভিন্নভাবে সোনার দাম উপর নিচে চলতে থাকে। জুলাই মাসে সরকার সোনা এবং অন্যান্য ধাতুর উপরে শুল্ক কমানোর পর স্থানীয় বাজারে সোনা এবং রুপোর দাম সাত শতাংশের বেশি কমেছে। সেই কারণে এখন উৎসব এবং বিয়ের মরশুমে চাহিদা অনেকটা বেশি থাকলেও সোনার দাম কিছুটা কম।

Related Articles

Back to top button