সোনার দামে পতনের হার অব্যাহত! পরপর দুইদিন দাম কমে হাতের নাগালে সোনার দাম
গয়না সোনার দাম দুদিনে ৪৮ হাজার ১০০ টাকা থেকে কমে ৪৬ হাজার ৮৫০ টাকা হয়েছে
মূল্যবৃদ্ধির বাজারে এমনিতেই নাজেহাল মধ্যবিত্তদের অবস্থা। তবে বুধবারের পর বৃহস্পতিবারও সকলের মুখে হাসি ফোটালো সোনার দাম। বুধবারের পর বৃহস্পতিবারেও পাকা সোনা অর্থাৎ ২৪ ক্যারাট ও গয়নার সোনা বা ২২ ক্যারাট সোনার দাম হ্রাস পেয়েছে। গত মঙ্গলবার প্রতি ১০ গ্রাম পাকা সোনার দাম ছিল ৫২ হাজার ৪৭০ টাকা। আজ বৃহস্পতিবার সেটা কমে হয়েছে ৫১ হাজার ১১০ টাকা। মাত্র ২ দিনের মধ্যে ১০ গ্রাম সোনার দাম ১৩৬০ টাকা হ্রাস পেয়েছে। অন্যদিকে গয়না সোনার দাম দুদিনে ৪৮ হাজার ১০০ টাকা থেকে কমে ৪৬ হাজার ৮৫০ টাকা হয়েছে।
আপনাদের জানিয়ে রাখা ভাল, গত ২৯ জুন এক ধাক্কায় অনেকটাই দাম কমেছিল ১০ গ্রাম পাকা সোনার। ওইদিন পাকা সোনার দাম ৯৮০ টাকা কমেছিল। আর গয়না সোনার দাম কমেছিল ৯০০ টাকা। ১ জুলাই থেকে সোনায় আমদানি শুল্ক বাড়িয়ে দেয় কেন্দ্র। আগে এই শুল্কের পরিমাণ ছিল ৭.৫ শতাংশ। সেটা বেড়ে হয়েছে ১২.৫ শতাংশ। দেশে ডলারের অনুপাতে টাকার দাম কমতে থাকায় আমদানি শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
কলকাতায় প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম একলাফে ১৩১০ টাকা বেড়ে ৫২ হাজার ২০০ টাকা হয়েছে। অন্যদিকে গয়না সোনা অর্থাৎ ২২ ক্যারাট সোনার ১২০০ টাকা বেড়ে ৪৭ হাজার ৮৫০ টাকা হয়েছে। তবে জুলাই মাসে শুরুর কয়েক দিনের মধ্যে সোনার দাম বৃদ্ধি পাচ্ছিল। তবে অবশেষে বুধবার তাতে নিম্নগতি দেখা যায়। বুধবারের পর বৃহস্পতিবারও দাম কমায় বেশ খুশি মধ্যবিত্তরা। রথযাত্রার দিন আচমকা দাম বেড়ে যাওয়ার পর পর দুইদিন দাম কমায় বেশ স্বস্তিতে স্বর্ণ ব্যবসায়ীরা।