ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Gold Price: টানা কমছে দাম, আরও সস্তা হল সোনা

Advertisement

আগের থেকে সস্তা সোনা। বিয়ের মরসুমের আগেই দারুণ সুযোগ সাধারণের কাছে। ইন্ডিয়া বুলিয়ন জুয়েলার্স অ্যাসোসিয়েশন অনুযায়ী ১৪-১৭’ই মার্চের মধ্যে অর্থাৎ ব্যবসায়ীক সপ্তাহে সোনার দাম পড়েছে অনেকটাই। সোনার পাশাপাশি রুপোর দামও কমেছে।

ব্যবসাহিক সপ্তাহে সোনার দাম কমেছে-

• সপ্তাহের প্রথম দিন, ১৪’ই মার্চ সোনা ও রুপোর বাজার বন্ধ হওয়ার আগে ১০ গ্রাম সোনার দাম ৫১,৯৬১ টাকা ছিল।

• ১৫’ই মার্চ ১০ গ্রাম সোনার দাম ৪৪০ টাকা কমে দাঁড়ায় ৫১,৫২১ টাকা।

• ১৬’ই মার্চ আবারো ১০ গ্রাম সোনার দাম ১৭৬ টাকা কমে ৫১,৩৯৭ টাকা হয়।

• ১৭’ই মার্চ বৃহষ্পতিবার ১০ গ্রাম সোনার দাম বৃদ্ধি পায় ২১৯। শেষপর্যন্ত দাম দাঁড়ায় ৫১,৫৬৪ টাকা। উল্লেখ্য, গতসপ্তাহের শেষে সোনার দাম মোট পড়েছিল ৩৯৭ টাকা।

• ৭-১১’ই মার্চ পর্যন্ত সোনার দাম মোট কমেছিল ১১৩৩ টাকা। হিসাব মত দু’সপ্তাহ শেষে সোনার দাম মোট দেড় হাজার টাকা কমেছে (১৫৩০ টাকা)।

সোনার পাশাপাশি কমেছে রুপোর দামও-

• ১৪’ই মার্চ ১ কিলো রুপোর দাম ছিল, ৬৮,৪১৪ টাকা।

• ১৫’ই মার্চ ১ কিলো রুপোর দাম কমে বেশ কিছুটা। ১২১৪ টাকা কমে রুপোর দাম দাঁড়ায় ৬৭,২০০ টাকা।

• ১৬’ই মার্চ নির্দিষ্ট পরিমাণ রুপোর দাম কমে মাত্র ১৮ টাকা। ১ কিলো রুপোর দাম হয় ৬৭,১৮২ টাকা।

• ব্যাবসায়িক সপ্তাহের শেষ দিন ১৭’ই মার্চ ১ কিলো রুপোর দাম বাড়ে ৮২৩ টাকা। শেষপর্যন্ত সপ্তাহ শেষে রুপোর দাম দাঁড়ায় ৬৮,০০৫ টাকা। উল্লেখ্য, হিসাব মত সপ্তাহ শেষে মোট দাম কমেছে ৪০৯ টাকা।

• দুই সপ্তাহ শেষে প্রতি কিলো রুপোর দাম কমেছে ১২৭৬ টাকা।

অতএব বলাই বাহুল্য, বিয়ের মরসুমের আগে সাধারণের চিন্তা কমল কিছুটা।

Related Articles

Back to top button