এক ধাক্কায় ১০ গ্রাম সোনার দাম ছাড়িয়ে গেলো ৬০,০০০ টাকার গণ্ডি। দামের তুলনামূলক আলোচনায় এই প্রথম ৬০,০০০ টাকার গণ্ডি অতিক্রম করে ফেললো সোনা। আজ অবধি ভারত সোনার দাম ৫৯,০০০ টাকার কাছাকাছি যেতে দেখেছিল। তবে, এবারে এই দাম দেখার পরে স্বভাবতই চিন্তার ভাঁজ ক্রেতাদের মাথায়। একইভাবে চিন্তায় বিক্রেতারাও। বিয়ের মরশুম আসছে। তার মধ্যেই এইরকম একটি দাম দেখে অনেকেই চিন্তিত বলা চলে। শুধু সোনা নয়, রুপোর দামও বেড়েছে অনেকটাই। ১ কেজি রুপোর দাম আজকে ৬৯,০০০ টাকার গণ্ডি ছাড়িয়ে গিয়েছে।
সোমবার সকালে বাজার খোলার সঙ্গে সঙ্গেই সোনার দাম ৫৯,০০০ টাকার ঘরে চলতে শুরু করে। ৫৯,৪৮১ টাকায় বাজার খোলার সঙ্গে সঙ্গেই স্টক ব্রোকাররা বুঝতে শুরু করেন, আজকে দাম আরো বাড়বে। সেই আশঙ্কাকে সত্যি প্রমাণ করেই আজকে দুপুরে এই দাম ৬০,০০০ টাকার গণ্ডি পেরিয়ে যায়। সন্ধ্যা ৬ টায় বাজার বন্ধের সময় এই দাম ৬০,৪৮১ টাকা হয়ে যায়। কিন্তু, সোনার এত দাম বৃদ্ধির কারণটা ঠিক কি?
আমেরিকায় সিলিকন ভ্যালি ব্যাঙ্ক ও সিগনেচার ব্যাঙ্কের সঙ্কটের পর জায়ান্ট সুইস ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক ক্রেডিট সুইসেও সঙ্কট দেখা দিয়েছে। এই ব্যাংকের সংকটের পরেই ভারতের বাজারেও সংকট দেখা গিয়েছে। ভারতের বাজার সহ সারা বিশ্বের শেয়ার বাজারে ধস নেমে গিয়েছে বিগত কয়েকদিনে। এখন বিনিয়োগকারীরাও এই অবস্থার সুবিধা গ্রহণ করতে শুরু করেছেন। এখন বাজারের যা অবস্থা, তাতে সোনায় বিনিয়োগকেই নিরাপদ ধরে নেওয়া হচ্ছে। আমেরিকার বন্ডের হার কমলে একইসাথে ডলারের সূচক কমছে। এই পরিস্থিতিতে বিনিয়োগকারীরা সিকিউরিটিজ মার্কেটের বাইরে বিক্রি করে সোনায় তাদের বিনিয়োগ বাড়াচ্ছে। এসব প্রত্যাশার কারণে সোনার দাম বাড়ছে।