বিগত পাঁচ দিনের মতো আজও দাম বাড়লো সোনার। গত পাঁচদিন সোনার দাম প্রতি ১০ গ্রামে ১৫০০ টাকার বেশি বেড়েছিল। পৌঁছেছিল সর্বকালীন রেকর্ড দামে। সেই ধরা বজায় রেখে আজও বাড়লো সোনার দাম। আজ কলকাতায় প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৪২,৯৬০ টাকা। যা সর্বকালীন রেকর্ড দাম সোনার। সোনার পাশাপাশি রুপোর দামও বেড়েছে একইভাবে।
শুধু ভারতেই নয়, সমগ্র বিশ্বেই দাম বেড়েই চলেছে সোনার। চিনে করোনা ভাইরাসের আক্রমণের পর থেকে প্রতিদিনই প্রায় দাম বেড়েছে সোনার। বিশ্ব বাজারে আজ সোনার দাম ১.৬% বেড়েছে। আজকের সোনার দাম প্রতি আউন্সে ১৬৪৬.২০ ডলার। এটিও সর্বকালীন রেকর্ড।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : ৩০০০ টন সোনার সন্ধান পাওয়া যায়নি যোগী রাজ্যে, জানালো জিওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়া
বিশেষজ্ঞদের মতে বেশিদিন এইভাবে সোনার দাম বাড়বে না। চিনে করোনা ভাইরাসের আতঙ্ক কমলেই আবার সোনার দাম কমতে শুরু করবে। তবে সামনে বিয়ের মরসুম আসছে, আর সোনার দাম এত বাড়ার ফলে আসন্ন বিয়ের মরসুমে মধ্যবিত্ত সাধারণ মানুষের যে যথেষ্টই চিন্তা করার বিষয় তা বলাই বাহুল্য।