একলাফে ১২ হাজার টাকা দাম বাড়লো সোনার, চিন্তার ভাঁজ মধ্যবিত্তের কপালে
২২ ও ২৪ ক্যারেট সোনার দাম এক ধাক্কায় অনেকটা বেড়ে গেছে
করোনা পরিস্থিতিতে গোটা দেশের পরিস্থিতি ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছে। প্রায় প্রতিদিন সংক্রমনের ঊর্ধ্বমুখী গ্রাফ লাফিয়ে বাড়ছে। বর্তমানে দেশজুড়ে প্রায় দৈনিক সংক্রমণ ৩ লাখ এর কাছাকাছি পৌঁছে গিয়েছে। করোনার পাশাপাশি সামনে আসতে চলেছে বিয়ের সিজিন। এমনিতেই জিনিসপত্রের অগ্নিমূল্যে মাথায় হাত পড়েছে মধ্যবিত্তদের। তবে বিয়ের সিজিনের আগে আজ অর্থাৎ বৃহস্পতিবার হঠাৎ করেই বেড়ে গিয়েছে বাঙালির প্রিয় ধাতুর দাম। হ্যাঁ ঠিকই ধরেছেন। আজ ফের দাম বেড়েছে সোনার।
আবার সেই সাথে হঠাৎ করেই এক লাফে অনেকটা দাম বৃদ্ধি পেল সোনার। ২২ ও ২৪ ক্যারেট সোনার দাম এক ধাক্কায় অনেকটা বেড়ে গেছে। আজ অর্থাৎ বৃহস্পতিবার কলকাতায় ২২ ক্যারেট ১ গ্রাম সোনার দাম হয়ে দাঁড়িয়েছে ৪৭৭৪ টাকা। আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে ৭৫ টাকা। সেই হিসাব মত ৮ গ্রামের দাম ৩৮১৯২ টাকা ও ১০ গ্রামের দাম ৪৭৭৪০ টাকা। দুই ক্ষেত্রে দাম বেড়েছে যথাক্রমে ৬০০ টাকা ও ৭৫০ টাকা। এছাড়া ২২ ক্যারেটের ১০০ গ্রাম সোনার দাম হয়েছে ৪ লাখ ৭৭ হাজার ৪০০ টাকা। সেই ক্ষেত্রে আগের তুলনায় দাম বৃদ্ধি পেয়েছে ৭৫০০ টাকা।
অন্যদিকে শহর কলকাতায় ২৪ ক্যারেট ১ গ্রাম সোনার দাম হয়েছে ৫০০১ টাকা। এই ক্ষেত্রে আগের তুলনায় দাম হ্রাস পেয়েছে মাত্র ৩২ টাকা। ৮ গ্রাম সোনার দাম ৪০০০৮ টাকা। এক্ষেত্রে দাম বৃদ্ধি পেয়েছে ২৫৬ টাকা। ১০ গ্রাম সোনার দাম হয়ে দাঁড়িয়েছে ৫ লাখ ১০০ টাকা। হঠাৎ করে সোনার দামের এমন বৃদ্ধি মাথায় হাত ফেলেছে মধ্যবিত্তদের।