গত কয়েকদিন সোনার দাম কমলেও আবার একলাফে অনেকটা বাড়লো সোনার দাম। গত কয়েকমাস ধরেই সোনার দামে ওঠানামা চলতেই আছে, কিন্তু গত সপ্তাহেই টানা কমছিল সোনার দাম। কিন্তু আজ আবার দাম বাড়লো সোনার।
আজ একলাফে সোনার দাম বেড়েছে ৬০০ টাকা। আজ প্রতি ১০ গ্রাম সোনার দাম ৪০,৪৬০ টাকা। গত এক সপ্তাহে সোনার দাম ৪৫,০০০ টাকা প্রতি ১০ গ্রাম থেকে নেমে গিয়েছিল ৪০,০০০ টাকার নিচে।
সেই দামই আজ আবার বাড়লো। সোনার পাশাপাশি দাম বেড়েছে রুপোরও। রুপোর দাম প্রতি কেজিতে ৪০,৯৩২ টাকা। গতকাল রুপোর দাম এক ধাক্কায় কমেছিল ৩,৫০০ টাকা।