আবার বাড়ল সোনার দাম, বিয়ের মরসুমে এভাবে দাম বাড়ায় চিন্তায় মধ্যবিত্ত
আবার বাড়লো সোনার দাম। এই নিয়ে পরপর দুদিন বাড়লো সোনার দাম। আজ সোনার দাম রেকর্ড বেড়েছে। গতকালের তুলনায় আজ ৬৫০ টাকা দাম বেড়েছে সোনার। আজ প্রতি ১০ গ্রাম সোনার দাম ৪১,৬১৯ টাকা। সোনার পাশাপাশি দাম বেড়েছে রুপোরও। গতদিনের তুলনায় সামান্য দাম বেড়েছে রুপোর। প্রতি কেজি রুপোর দাম আজ ৪৭,৫৯৫ টাকা।
শতাংশের হিসেবে সোনার দাম বেড়েছে ০.৪০% অন্যদিকে রুপোর দাম শতাংশের হিসেবে বেড়েছে ০.৭%। সোনার দাম বাড়ার জন্য বিশ্ব বাজারে সোনার দাম বাড়াকেই দায়ী করেছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি ডলারের সাপেক্ষে টাকার দাম সামান্য পড়েছে, সেজন্যও সোনা রুপোর দাম বেড়েছে বলে মত বিশেষজ্ঞদের।
আরও পড়ুন : নতুন পদক্ষেপ কেন্দ্রের, আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ড লিঙ্ক করা নিয়ে বড়সড় পদক্ষেপ
এই বিয়ের মরসুমে সোনা, রুপোর দাম এভাবে বাড়ার ফলে সাধারণ মধ্যবিত্ত থেকে শুরু করে ব্যবসায়ী সকলেই যে সমস্যার মধ্যে পড়বে তা বলাই বাহুল্য।