কলকাতানিউজ

বড়দিনের আগের সুখবর! দাম কমল সোনার

Advertisement

কলকাতা: বড়দিনের আগে মধ্যবিত্তদের মুখে হাসি ফোটাল সোনার দামের খবর। আজ, বুধবার ফের নিম্নমুখী হল সোনার দাম। চলতি বছরে প্রত্যেক বছরের তুলনায় অনেক বেশি সোনার দামে ওঠা-পড়া লেগেই ছিল। বছরের শেষে এসেও তার অন্যথা হচ্ছে না। গত বুধবার থেকে উর্ধ্বমুখী ছিল সোনার দর। সোমবার প্রতি ১০ গ্রামে ২৫০ টাকা দাম বাড়ার পর মঙ্গলবারেও বেড়েছিল সোনার দর। তবে আজ, বুধবার ফের বেশ কিছুটা নামল সোনার দর।

এবার এক নজরে দেখে নিন আজ কলকাতায় কত যাচ্ছে সোনার দর।…

গতকাল, মঙ্গলবার ১ গ্রাম সোনার দাম ছিল ৪,৯৪৮ টাকা, আজ, বুধবার যা সামান্য কমে হয়েছে ৪,৯৩৯ টাকা। গতকাল ১০ গ্রাম সোনার দাম ছিল ৪৯ হাজার ৪৮০ টাকা, আজ যা সামান্য কমে হয়েছে ৪৯ হাজার ৩৯০ টাকা।

গতকাল, মঙ্গলবার ১ গ্রাম সোনার দাম ছিল ৫ হাজার ২১৮ টাকা, আজ, বুধবার যা সামান্য কমে হয়েছে ৫ হাজার ২০৯ টাকা। ২৪ ক্যারেট সোনার দাম: গতকাল ১০ গ্রাম সোনার দাম ছিল ৫২ হাজার ১৮০ টাকা, আজ যা সামান্য কমে হয়েছে ৫২ হাজার ০৯০ টাকা।

Related Articles

Back to top button