ফের দাম বাড়ল সোনার

সোনার দামে নিরন্তর ওঠা-পড়া লেগেই রয়েছে। বুধবারে বেশ কিছুটা কমেছিল সোনার দর। তার পর থেকে সামান্য বেড়েছে সোনার দর। উৎসবের মরসুমে অনেকেই এখন টুকটাক সোনার গয়না কিনবেন ভাবছেন।

এবার এক নজরে দেখে নেওয়া যাক আজ কলকাতায় কত যাচ্ছে সোনার দর।…

গতকাল, শুক্রবার ১ গ্রাম সোনার দাম ছিল ৪,৯৪১ টাকা, আজ, শনিবার যা সামান্য বেড়ে হয়েছে ৪,৯৪১ টাকা। গতকাল ১০ গ্রাম সোনার দাম ছিল ৪৯ হাজার ৪১০ টাকা, আজ যা সামান্য বেড়ে হয়েছে ৪৯ হাজার ৪২০ টাকা।

গতকাল, শুক্রবার ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ছিল ৫ হাজার ২১১ টাকা, আজ, বুধবার যা সামান্য বেড়ে হয়েছে ৫ হাজার ২১২ টাকা। ২৪ ক্যারেট সোনার দাম: গতকাল ১০ গ্রাম সোনার দাম ছিল ৫ হাজার ২১২ টাকা।, আজ যা সামান্য বেড়ে হয়েছে ৫২ হাজার ১২০ টাকা।