বাজার কাঁপানো খবর! ১১ হাজার টাকা সস্তা হল সোনার দাম

করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ ইতিমধ্যেই আছড়ে পড়েছে পশ্চিমবঙ্গে। কিন্তু করোনা ভাইরাসের এই হাহাকার এর মাঝেও পশ্চিমবঙ্গে খুশির খবর নিয়ে এলো সোনালী ধাতু। জানা যাচ্ছে ফের শহরজুড়ে সোনার দামে বেশ কিছুটা…

Avatar

By

করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ ইতিমধ্যেই আছড়ে পড়েছে পশ্চিমবঙ্গে। কিন্তু করোনা ভাইরাসের এই হাহাকার এর মাঝেও পশ্চিমবঙ্গে খুশির খবর নিয়ে এলো সোনালী ধাতু। জানা যাচ্ছে ফের শহরজুড়ে সোনার দামে বেশ কিছুটা পতন এসেছে। ২৪ ক্যারেট সোনার দাম অনেকটা কমে গেছে। তার সাথে সাথেই নিম্নমুখী ২২ ক্যারেট সোনার দাম।

কলকাতায় বর্তমানে ২৪ ক্যারেট সোনার দাম ৪,৯৬৫ টাকা প্রতি গ্রামে। ১০ গ্রামের দাম ৪৯,৬৫০ টাকা। ১০০ গ্রামের দাম ৪,৯০,৫০০ টাকা। কলকাতায় বর্তমানে ২২ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে ৪,৬৭৫ টাকা। সেই অনুযায়ী প্রতি ১০ গ্রামের দাম ৪৬,৭৫০ টাকা। ১০০ গ্রামের দাম ৪,৬৭,৫০০ টাকা।

শহরে এখন সোনার দাম মোট ১১,০০০ টাকা কমেছে। দ্বিতীয় ঢেউয়ে বর্তমানে নাজেহাল গোটা দেশ। তার মধ্যেই প্রতিটি জিনিসের দাম অনেক বেড়ে গেছে। কিন্তু তাও, সোনার দামে এই পতন অত্যন্ত লক্ষণীয় একটি বিষয় এই সময়ে দাড়িয়ে। বর্তমানে সোনার দাম কমার অন্যতম প্রধান কারণ হলো ডলারের নিরিখে টাকার দাম কমে যাওয়া। তার ফলে যেসব দেশ ডলার ব্যতীত অন্যান্য মুদ্রা ব্যবহার করে তাদের মুদ্রার দাম ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। এইজন্য বিশ্ব বাজারে ডলারের দাম কিছুটা নিম্নমুখী।