সোনার দামে বড়সড় পতন, জানুন আজ সোনার দাম কত?
গোল ফিচার্স ৩৬ শতাংশ কমে যাওয়ায় প্রতি ১০ গ্রাম সোনার দাম ১৭৪ টাকা কমে গিয়েছে।
আরও একবার নিম্ন মুখী হল সোনার দাম। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহেই সোনার দাম নিম্নমুখী হওয়ার ফলে দুশ্চিন্তায় পড়েছেন বিনিয়োগকারীরা। আসুন জেনে নেওয়া যাক সাম্প্রতিক সোনার দামের পরিস্থিতি।
এদিন গোল ফিচার্স ৩৬ শতাংশ কমে যাওয়ায় প্রতি ১০ গ্রাম সোনার দাম ১৭৪ টাকা কমে গিয়েছে। যার ফলে প্রতি ১০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ৪৭,৮৭২ টাকায়। অন্যদিকে সোনার সাথে সাথে রুপোর দামও নিম্নমুখী হয়েছে। প্রতি কেজিতে রুপোর দাম কমেছে ০.৩৫ শতাংশ অর্থাৎ ১৭২ টাকা। ফলে বর্তমানে প্রতি কেজি রুপোর দাম হয়েছে ৪৯,০০৫ টাকা।
উল্লেখযোগ্য, ভারতে মোট প্রয়োজনের অধিকাংশ সোনাই বিদেশ থেকে আমদানি করতে হয়। যার ফলে বিশ্ব বাজারের দামের ওঠাপড়া ঘরোয়া বাজারের মূল্য নির্ধারক হিসেবে ভূমিকা নেয়। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে ভারতের মুদ্রার মূল্য, কেন্দ্রীয় সরকারের চাপানো আমদানি শুল্ক এবং অন্যান্য করের মতো বিষয়ও সমান দায়ী।