পুজোর আগে আবারো খুশির খবর ক্রেতাদের জন্য, রেকর্ড মূল্য থেকে এখনো অনেকটা সস্তায় বিকোচ্ছে সোনা

পুজোর মরশুমে অল্পস্বল্প অনেক এই সোনার গয়না কিনে থাকেন। ফলে পর পর চার দিন সোনার গ্রাফ নিম্নমুখী থাকার ফলে অনেকেই মনে করছিলেন আরো কয়েকদিন এইরকম ভাবে নামতে থাকবে সোনার দাম। তবে সেরকমটা হলো না। শনিবার ক্রেতাদের কিছুটা মনঃক্ষুণ্ণ করে সামান্য দাম বাড়লো সোনার। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বেড়েছে ১৫০ টাকা এবং ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছে ১৭০ টাকা। সোনার দাম বৃদ্ধি পেলেও হতাশ হওয়ার কোনো কারণ নেই কারণ এখনও ৪৫ হাজারের গণ্ডিতে রয়েছে সোনালী ধাতুর দাম। পাশাপাশি দাম বেড়েছে রুপোর। এক কেজির উপর দাম বৃদ্ধি পেয়েছে এক ধাক্কায় ৩০০ টাকা।

এই মুহূর্তে ২২ ক্যারেট হলমার্ক সোনার এক গ্রামের দাম ৪ হাজার ৫৯৫ টাকা। ২২ ক্যারেট হলমার্ক সোনার আট গ্রামের দাম ৩৬ হাজার ৭৬০ টাকা। ২২ ক্যারেট হলমার্ক সোনা দশ গ্রামের দাম ৪৫ হাজার ৯৫০ টাকা। ২২ ক্যারেট হলমার্ক সোনা ১০০ গ্রামের দাম ৪ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা।

অন্যদিকে ২৪ ক্যারেট পাকা সোনার এক গ্রামের দাম ৫,০১৩ টাকা। ২৪ ক্যারেট পাকা সোনা ৮ গ্রামের দাম ৪০ হাজার ১০৪ টাকা। ২৪ ক্যারেট পাকা সোনা ১০ গ্রামের দাম ৫০,১৩০ টাকা। ২৪ ক্যারেট পাকা সোনা ১০০ গ্রামের দাম ৫ লক্ষ ১ হাজার ৩০০ টাকা। অন্যদিকে এক কিলোগ্রাম রুপোর বাটের দাম ৫৬ হাজার ৭০০ টাকা।

পুজোর মরশুমে পরপর চারদিন দাম অনেকটা কমে গিয়েছিল সোনার। তবে শনিবার খানিকটা দাম বৃদ্ধি পেল সোনালী ধাতুর। তবে রেকর্ড দামের থেকে এখনো পর্যন্ত অনেকটাই নিচে রয়েছে সোনার দাম। তাই ইচ্ছে হলে আজকে কিনে ফেলতে পারেন আপনার পছন্দসই সোনার গয়না।