চলতি বছরের শুরু থেকেই ব্যাপক দাম ওঠানামা করছে সোনা ও রুপোর। বিশেষ করে বিয়ের মরশুমে সোনার এমন দাম দেখে মুখ থেকে হাসি উড়েছে মধ্যবিত্তদের। জানুয়ারি মাসের শেষ দিকে রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল সোনার দাম। এতে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছিল স্বর্ণ ব্যবসায়ীদের। কয়েকদিন ধরে মূল্যবান উভয় ধাতুরই দরপতনের প্রবণতা চলছে। সোনা কমেছে ৫৭,০০০ এবং রূপা ৬৭,০০০ এর নিচে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই পতন সাময়িক। চলতি বছরে দীপাবলির মধ্যে সোনার দাম ৬৫ হাজার টাকা এবং রূপা ৮০ হাজার টাকায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। আজকে সোনা ও রুপার লেটেস্ট রেট জানতে এই প্রতিবেদনটি অবশ্যই সম্পূর্ণ পড়ুন।
মঙ্গলবার, মাল্টি-কমোডিটি এক্সচেঞ্জে বিকেলে ২৫৫ টাকা বৃদ্ধির সাথে সোনা প্রতি ১০ গ্রাম ৫৬,৭৫২ টাকার স্তরে লেনদেন করতে দেখা গেছে। একইভাবে, রৌপ্য ১৪৪ টাকা বেড়ে ৬৬,২৮৮ টাকা প্রতি কেজি স্তরে দেখা গেছে। এর আগে সোমবার সোনার দাম ছিল ৫৬,৪৯৭ টাকা এবং রুপা প্রতি কেজি ৬৬,১৪৪ টাকায়।
প্রসঙ্গত উল্লেখ্য, আপনি যদি ঘরে বসে সোনার দাম চেক করতে চান তাহলে একটি ফোন নাম্বারে মিসকল বা মেসেজ করলেই সমস্ত তথ্য জেনে নিতে পারবেন। ইন্ডিয়ান বুলিয়ন এন্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের মতে আপনি ৮৯৫৫৬৬৪৪৩৩ নম্বরে মিসকল করলে দাম চেক করতে পারবেন। এছাড়া ওই নম্বরে মেসেজ করলেও আপনাকে মেসেজে সমস্ত দাম জানিয়ে দেওয়া হবে।