Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Gold Price Today: রেকর্ড উচ্চতার পর দাম কমলো সোনার, মুখে হাসি ফিরল ক্রেতা বিক্রেতার

Updated :  Wednesday, March 22, 2023 11:06 AM

বছরের শুরুতে সোনার দামের উত্থান দেখে মাথায় হাত পড়েছিল মধ্যবিত্তদের। রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল সোনার দাম। তবে মার্চ মাসের শুরুতে দোলপূর্ণিমার সময় থেকে দাম কমতে শুরু করেছে মহামূল্যবান হলুদ ধাতুর। তবে চলতি সপ্তাহের শুরুতে সব রেকর্ড ভেঙে সোনার দাম ৬০ হাজারের গণ্ডি পেরিয়ে গিয়েছিল। ২০২০ সালের আগস্ট মাসের রেকর্ডও ভেঙেছে এই কয়েকদিনের রেট। তবে আজ বুধবার দাম সামান্য কমেছে মূল্যবান হলুদ ধাতুর। তবে বিশেষজ্ঞদের মতে, আগামী সময় সোনার দাম ৬৫ হাজারের গণ্ডি পেরিয়ে যাবে।

বুধবার, মাল্টি-কমোডিটি এক্সচেঞ্জে (MCX) সোনা ও রূপা উভয় ক্ষেত্রেই মিশ্র প্রবণতা দেখা গেছে। বুধবার সকালে সোনা ৩৪ টাকা কমে ৫৮,৫৭৯ টাকায় লেনদেন দেখা গেছে। একইভাবে রূপার দাম ১৮৮ টাকা বেড়ে প্রতি কেজি ৬৮,৫৮২ টাকায় পৌঁছেছে। এর আগে মঙ্গলবার সোনার দাম ৫৮,৫৭৯ টাকা এবং রৌপ্য ৬৮,৩৯৪ টাকায় বন্ধ হয়েছিল। সোনার দাম আবার কমতে শুরু করায় মুখে হাসি ফুটেছে ক্রেতা ও বিক্রেতার।

প্রসঙ্গত উল্লেখ্য, আপনি যদি ঘরে বসে সোনার দাম চেক করতে চান তাহলে একটি ফোন নাম্বারে মিসকল বা মেসেজ করলেই সমস্ত তথ্য জেনে নিতে পারবেন। ইন্ডিয়ান বুলিয়ন এন্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের মতে আপনি ৮৯৫৫৬৬৪৪৩৩ নম্বরে মিসকল করলে দাম চেক করতে পারবেন। এছাড়া ওই নম্বরে মেসেজ করলেও আপনাকে মেসেজে সমস্ত দাম জানিয়ে দেওয়া হবে।