চলতি বছরের শুরু থেকেই ব্যাপক দাম ওঠানামা করছে সোনা ও রুপোর। বিশেষ করে বিয়ের মরশুমে সোনার এমন দাম দেখে মুখ থেকে হাসি উড়েছে মধ্যবিত্তদের। জানুয়ারি মাসের শেষ দিকে রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল সোনার দাম। এতে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছিল স্বর্ণ ব্যবসায়ীদের। তবে আজ ১০ ফেব্রুয়ারি, শুক্রবার বুলিয়ান বাজারে সোনা ও রুপোর দাম কমেছে। আজকে সোনা ও রুপার লেটেস্ট রেট জানতে এই প্রতিবেদনটি অবশ্যই সম্পূর্ণ পড়ুন।
ইন্ডিয়া বুলিয়ান ও জুয়েলার্সের মতে আজ ১০ ফেব্রুয়ারি, শুক্রবার সোনার দাম হ্রাস পেয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে ২৪ ক্যারেট বিশুদ্ধ সোনার দাম ছিল প্রতি ১০ গ্রামে ৫৭,৫৯৭ টাকা। আজ সেই ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৫৬,৯৮৩ টাকা। অন্যদিকে, এক কেজি রুপোর আজকের দাম ৬৬,৪২৫ টাকা।
প্রসঙ্গত উল্লেখ্য, আপনি যদি ঘরে বসে সোনার দাম চেক করতে চান তাহলে একটি ফোন নাম্বারে মিসকল বা মেসেজ করলেই সমস্ত তথ্য জেনে নিতে পারবেন। ইন্ডিয়ান বুলিয়ন এন্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের মতে আপনি ৮৯৫৫৬৬৪৪৩৩ নম্বরে মিসকল করলে দাম চেক করতে পারবেন। এছাড়া ওই নম্বরে মেসেজ করলেও আপনাকে মেসেজে সমস্ত দাম জানিয়ে দেওয়া হবে।