বছরে শেষে এই নভেম্বর মাস আসা মানেই শুরু হয়ে যাবে বাঙ্গালীদের বিয়ের সিজন। এই বিয়ের মরশুমে সোনা বিক্রি কয়েকগুণ বেড়ে যায় অন্যান্য সময়ের তুলনায়। চলতি বছরে বিয়ের মরশুমের ঠিক আগে একধাক্কায় অনেকটাই দাম কমে গেল সোনার। ফলে স্বাভাবিকভাবেই ক্রেতাদের মুখে ফুটেছে চওড়া হাসি। আজ বুধবার ২২ ক্যারাট সোনার দাম সামান্য কমলেও, ২৪ ক্যারাট সোনার দাম গতকালের তুলনায় বৃদ্ধি পেয়েছে। তবে রুপোর দাম গতকালের তুলনায় একদম একই আছে।
গুড রিটার্নসের আপডেট অনুযায়ী, বুধবার ৯ নভেম্বর কলকাতায় ২২ ক্যারাট গহনা সোনার দাম ৪৬,৭৯০ টাকা প্রতি ১০ গ্রাম। গতকাল দাম ছিল ৪৬,৮০০ টাকা। অন্যদিকে এইদিন ২৪ ক্যারাট সোনার দাম ৫১,০৪০ টাকা প্রতি ১০ গ্রাম। এক্ষেত্রেও দামের বৃদ্ধি হয়েছে। গতকাল ২৪ ক্যারাট সোনার দাম ছিল ৫১,০৫০ টাকা/১০ গ্রাম। এছাড়া, বুধবার ৯ নভেম্বর কলকাতায় রূপার দাম ৬১,৭০০ টাকা প্রতি কেজি।
আপনি যদি ঘরে বসে সোনার দাম চেক করতে চান তাহলে একটি ফোন নাম্বারে মিসকল বা মেসেজ করলেই সমস্ত তথ্য জেনে নিতে পারবেন। ইন্ডিয়ান বুলিয়ন এন্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের মতে আপনি ৮৯৫৫৬৬৪৪৩৩ নম্বরে মিসকল করলে দাম চেক করতে পারবেন। এছাড়া ওই নম্বরে মেসেজ করলেও আপনাকে মেসেজে সমস্ত দাম জানিয়ে দেওয়া হবে।