ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

সোনার দামে ভারী পতন, একধাক্কায় ৩ হাজার টাকা সস্তা হল সোনা

বিগত কয়েকদিন যাবত সোনার দাম অনেকটাই কম বেশি হয়েছে ভারতের বাজারে

Advertisement

২২ ক্যারেট সোনার দামে আবারো দেখা গেল বিশাল পতন। প্রতি কিলোগ্রামে ২২ ক্যারেট সোনার দাম কমেছে প্রায় ৩ হাজার টাকা। এই মুহূর্তে সোনা আপনার অনেকটাই সস্তায় কিনতে পারবেন।

বিগত কয়েকদিন যাবত সোনার দাম লাগাতার কম-বেশি হয়ে চলেছে। কিছুদিন আগে এই সোনার দাম হ্রাস পেতে শুরু করেছে। আর আজকে এই সোনার দাম অনেকটাই পড়লো একসাথে। ভারতের প্রায় প্রত্যেকটি মার্কেটেই এই সোনার দাম একসাথে অনেকটা কমে গিয়েছে।

পরিসংখ্যান বলছে, এই মুহূর্তে ভারতে ২২ ক্যারেট প্রতি ১০ গ্রামের দাম ৪৬,৭০০ টাকা এবং ২৪ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দাম ৫০,৯৫০ টাকা। বিগত বছরের পুজোর সময় এই দাম পৌঁছে ছিল প্রায় ৫৬,০০০ টাকার আশেপাশে। সেই অনুযায়ী, প্রায় ৬,০০০ টাকা কমে পাওয়া যাচ্ছে সোনা।

এই মুহূর্তে কলকাতায় ২২ ক্যারেট সোনার প্রতি দশ গ্রামের দাম ৪৬,৭০০ টাকা এবং ২৪ ক্যারেট সোনার দাম ৫০,২৫০ টাকা। তবে, চেন্নাই, পুনে, ভদোদরা, এর মত একাধিক শহরে সোনার দাম এখনও ঊর্ধ্বমুখী। সম্ভাবনা আছে, সোনার এই সস্তা দাম খুব একটা বেশি দিন স্থায়ী হবে না। তাই যত তাড়াতাড়ি সম্ভব সস্তায় কিনে ফেলুন নিজের পছন্দের সোনার গয়না।

Related Articles

Back to top button