ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

কালীপুজোর আগে এক ধাক্কায় কমলো সোনার দাম, সুখবর বাঙালির জন্য

সারা ভারতে সোনা এবং রুপোর দাম অনেকটাই সস্তা হয়েছে আগের থেকে

Advertisement

মধ্যবিত্তের জন্য দীপাবলির আগে একটা বড় খবর। কারণ কালীপুজোর আগে সোনার দামে রীতিমতো পতন ঘটেছে। ২২ এবং ২৪ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে হয়েছে সস্তা। আগের থেকে আরও সস্তা হয়েছে সোনার দাম।

এই মুহূর্তে কলকাতায় ২২ ক্যারেট সোনার এক গ্রামের দাম ৪,৬৩৫ টাকা। আট গ্রামের দাম ৩৭,০৮০ টাকা। দশ গ্রামের দাম ৪৬,৩৫০ টাকা এবং ১০০ গ্রামের দাম ৪,৬৩,৫০০ টাকা।

২২ ক্যারেটের পাশাপাশি সস্তা হয়েছে ২৪ ক্যারেট সোনা। আগের থেকে অনেকটাই সস্তা হয়েছে ২৪ ক্যারেট সোনার দাম। ২৪ ক্যারেট সোনার এক গ্রামের দাম ৫,০৫৬ টাকা। ৮ গ্রামের দাম ৪০,৪৪৮ টাকা, ১০ গ্রামের দাম ৫০,৫৬০ টাকা এবং ১০০ গ্রামের দাম ৫,০৫,৬০০ টাকা।

তবে এই সমস্ত দামের সঙ্গে জিএসটি, টিসিএস বা অন্যরকম শুল্ক ধার্য করা হয়নি।

Related Articles

Back to top button