নিউজবাজারদর

লক্ষ্মীবারে সোনায় সোহাগা! গতকালের তুলনায় সস্তা হল সোনার দাম, জানুন সর্বশেষ রেট

২২ ক্যারেট সোনার দাম ৫০ হাজারের নিচে নেমে গেছে

Advertisement

প্রায় প্রতিদিন নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম লাফিয়ে বাড়ছে। সেই সাথে মধ্যবিত্তদের কপালে চিন্তার ভাঁজ পড়ছে ভবিষ্যৎ অর্থনৈতিক অবস্থার কথা ভেবে। দুর্গাপূজো এবং লক্ষ্মীপূজার পর চলতি মাসের শেষের দিকেই রয়েছে কালীপুজো। এই দীপাবলীর সময় কম বেশি সকলেই সোনা রুপা কিনে থাকেন। এটাই এখন স্বস্তির খবর যে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়লেও পুজোর পর থেকে সোনার দাম প্রতিদিনই একটু একটু করে কমছে। এক সময় ৫০ হাজারের গণ্ডি পার করেছিল হলুদ ধাতু। তবে গত কয়েকদিন ধরে পরপর দাম কমছে সোনার। অবশ্য সোনার দাম একদিন কমলে আবার দুদিন বাদে বেড়ে যায়। এক কথায় বলা যেতে পারে দাম বাড়া কমা নিয়ে নাজেহাল মধ্যবিত্তরা।

আপনাদের জানিয়ে রাখি যে দুর্গাপুজোর সময় হু হু করে দাম কমা দিয়ে শুরু হলেও দশমীর দিন এক ধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছিল সোনার দাম। তবে বিশেষজ্ঞরা তখনই জানিয়েছিল দীপাবলির আগে আবার দাম কমবে হলুদ ধাতুর। গতকালের তুলনায় আজ লক্ষ্মীবার বৃহস্পতিবারে আরও সস্তা হয়েছে সোনা। এমনকি আগামী দিনে আরও কমতে পারে সোনার দাম বলেই মনে করছে বিশেষজ্ঞরা। আজ বৃহস্পতিবার ২২ ও ২৪ ক্যারেট সোনার দাম কত হল? জানতে এই প্রতিবেদনের শেষ অংশটি অবশ্যই পড়ুন।

আজ লক্ষ্মীবার বৃহস্পতিবারে আন্তর্জাতিক বাজার ও সোনার দাম অনেকটাই কমেছে। ভারতীয় বাজারে এমসিএক্স সূচকে ১০ গ্রাম সোনার দাম এক ধাক্কায় গতকালের তুলনায় অনেকটাই কমেছে। পাশাপাশি সস্তা হয়েছে রূপোও। ২২ ক্যারেট হলুদ ধাতুর দাম এক ধাক্কায় ৫০ হাজারের নিচে নেমে গেছে। আজ বৃহস্পতিবার ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৪৬ হাজার ৬৫০ টাকা। অন্যদিকে ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৫০ হাজার ৮৯০ টাকা। কলকাতার বাজারে এক কেজি রুপোর আজকের দাম ৫৮ হাজার ৫০০ টাকা। দাম কমাতে দীপাবলীর আগে মধ্যবিত্তরাও যে সোনা কিনতে পারবে, সেই নিয়ে কোনো সন্দেহ নেই।

Related Articles

Back to top button