করোনা আবহে কমতে চলেছে সোনার দাম ৷এবার গ্রাম অনুযায়ী সোনা কিনলে দাম আরও কম পড়বে বলে জানা গিয়েছে। এমনকি কলকাতায়ও কমবে সোনার দাম। করোনা আবহে যেখানে প্রতিনিয়ত বাড়ছে সোনার দাম সেইখানেই সোনার দামের পতন বাড়িয়েছে মানুষের সোনা কেনার আগ্রহ। বাজারে অগ্নিমূল্য সবজি এবং খাদ্যদ্রব্যর। কোরোনার কারণে চাকরী হারিয়ে অনেক মানুষ রীতিমতো এই দামে সংসার চালাতে হিমশিম খাচ্ছে।
আর তার পাশাপাশি সরকারের ফ্রি রেশন দিয়েই অনেকের কোনোমতেই টেনেটুনে ফিনান্স চলছে। আর তারমধ্যে কমছে সোনার দাম। একবার চোখ বুলিয়ে নেওয়া যাক তখন আর এখনকার সোনার দাম।২২ ক্যারাট সোনার পাশাপাশি ২৪ ক্যারাটেও বড়সড় পতন এসেছে সোনার দামে ৷২২ ক্যারাট সোনার ১ গ্রামের দাম ৫,০৬৩ টাকা, ৪৭ টাকা কমেছে। ৮ গ্রামের দাম ৪০,৫০৪ টাকা ৩৭৬ টাকা কমেছে। ১০ গ্রামের দাম ৫০,৬৩০ টাকা,৪৭০ টাকা কমেছে।১০০ গ্রামের দাম ৫,০৬,৩০০ টাকা ৪,৭০০ টাকা কমেছে।