Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

পরপর তিনদিন নিম্নমুখী সোনার দাম, মুখে হাসি সাধারন মানুষের

গত কয়েক সপ্তাহ ধরে টানা দাম বাড়ার পর আবার নিম্নমুখী সোনার দাম। গত সপ্তাহে টানা বাড়ার পর বৃহস্পতিবার সোনার দাম অনেকটাই কমলো কলকাতা সহ সারা দেশে। আজ সোনার দাম প্রতি…

Avatar

গত কয়েক সপ্তাহ ধরে টানা দাম বাড়ার পর আবার নিম্নমুখী সোনার দাম। গত সপ্তাহে টানা বাড়ার পর বৃহস্পতিবার সোনার দাম অনেকটাই কমলো কলকাতা সহ সারা দেশে। আজ সোনার দাম প্রতি ১০ গ্রামে কমে হয়েছে ৩৯,২৪০ টাকা। ২২ ক্যারেটের পাশাপাশি ২৪ ক্যারেট সোনার দামও কমেছে অনেকটাই। ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ৪০,৬৩০ টাকা হয়েছে। সোনার সাথে সাথে রুপোর দামও কমেছে অনেকটাই। রুপোর দামও কমে প্রতি কেজির দাম হয়েছে ৪৬,১০২ টাকা।

বিয়ের মরসুমে সোনার দাম এতটা কমায় সাধারণ ক্রেতা থেকে শুরু করে বিক্রেতা সকলেই খুব খুশি। যেভাবে ক্রমশ বাড়ছিল সোনার দাম, এদিকে বিয়ের মরসুমও এসে যাচ্ছিল তাতে ক্রেতা থেকে ব্যবসায়ী সকলেরই চাপ বাড়ছিল। টানা তিনদিন পর পর দাম কমে তা যে অনেকটাই কমবে সেকথা বলাই বাহুল্য।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : অস্বস্তিতে মোদী সরকার, বিশ্ব গণতন্ত্র সূচকে ১০ ধাপ নামলো ভারত

মধ্যপ্রাচ্যে ইরান মার্কিন যুদ্ধের প্রেক্ষাপট তৈরি হওয়ায় হঠাৎই সোনার দাম বাড়ছিল। তারপর সোনার দাম আবার কমতেও থাকে। কিন্তু হঠাৎ করেই আবার দাম বাড়ে। বিবাহের মরসুমে এভাবে সোনার দাম বাড়ায় ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ যে চিন্তায় ছিলেন এই দাম কমার ফলে তা অনেকটা কমবে বলেই মনে করা হচ্ছে।

About Author