দেশনিউজ

আজই রেকর্ড দাম ছুলো সোনা, মধ্যবিত্তদের নাগালের বাইরে

Advertisement

সোনা যেন দিন দিন স্বপ্ন হয়ে যাচ্ছে মধ্যবিত্তদের কাছে। কিছুতেই নাগালের মধ্যে আসা তো দূর বরং আকাশছোঁয়া হচ্ছে সোনার দাম। মঙ্গলবার সোনার দাম পৌঁছালো চল্লিশ হাজার। ১০ গ্রাম সোনার দাম হল ৪১ হাজার ৩৫০ টাকা, শুধু তাই নয় তার সঙ্গে তো আবার রয়েছে জিএসটি, জিএসটি সহযোগে প্রায় ৪২ হাজার টাকা ১০ গ্রাম সোনার দাম। একদিনেই সোনার দাম বাড়লো প্রায় ৮০০ টাকা। শনিবার ১০ গ্রাম সোনার দাম যেখানে ২৯ হাজার ১৫০ টাকা ছিল মঙ্গলবার সেই দাম বৃদ্ধি পেয়ে হল ২৯ হাজার ৯৫০ টাকা।

আরও পড়ুন : ৮ই জানুয়ারি দেশজুড়ে ভারত বন্ধ নিয়ে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর

বিশ্বজুড়েই সোনার দাম বৃদ্ধি পেয়েছে, সম্প্রতি বাংলাদেশে সোনার দাম ছাড়িয়েছে ৬০ হাজার টাকা। নানা রকম রাজনৈতিক বিষয় এবং ডলারের ঊর্ধ্বমুখী দর সোনার দাম বৃদ্ধি পাওয়ার অন্যতম কারণ বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। আন্তর্জাতিক বাজারে সোনার দাম হেরফের হলেই যে সব সময় সোনার দাম বাড়ে এমনটা কিন্তু নয়, ডলারের দামের উপর নির্ভর করে সোনার মূল্য বৃদ্ধি।

Related Articles

Back to top button