ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

রাখিবন্ধনের আগে দারুণ উপহার, এক ধাক্কায় ১,১০০ টাকা দাম কমলো সোনার, দেখে নিন সোনা ও রুপোর নতুন দাম

ভারতে রাখিবন্ধনের আগে সাধারণ মানুষের জন্য দারুন উপহার

Advertisement

উৎসবের মরশুমে সোনা এবং রুপোর দাম বেশ অনেকটাই এক ধাক্কায় পরিবর্তিত হতে পারে। আর কিছুদিনের মধ্যেই রাখি বন্ধন উৎসব আসতে চলেছে। আগামী ১১ই আগস্ট হবার কথা রাখি বন্ধন উৎসব। তারই প্রাক্কালে এবারে সোনা এবং রুপোর দাম হতে চলেছে পরিবর্তিত। তবে শুধু উৎসবের মরশুম বলে নয়, বিগত অনেক বছর ধরেই সোনা এবং রুপোর দাম সাধারণত মূল্যবৃদ্ধির প্রতীক মাত্র। যেহেতু এই মুহূর্তে ভারতের মূল্য বৃদ্ধি কিছুটা উপর দিকে তাই, আজ গতকালের তুলনায় অনেকটাই কমের দিকে রয়েছে সোনার দাম। প্রতি এক গ্রামে আজ ১০ টাকা কমে গিয়েছে ২২ ক্যারেট সোনার দাম। অন্যদিকে প্রতি এক গ্রামে ১১ টাকা কমেছে ২৪ ক্যারেট সোনার দাম। চলুন জেনে নেওয়া যাক, আজ কিরকম চলছে সোনার দাম এবং গতকালের তুলনায় কতটা কি কমলো দাম

গুড রিটার্নস ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এই মুহূর্তে ভারতে প্রতি এক গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৪,৭১০ টাকা। গতকাল এই ২২ ক্যারেট সোনার দাম ছিল ৪,৭২০ টাকা। অর্থাৎ এই দাম গতকালের তুলনায় প্রতি এক গ্রামে ১০ টাকা করে কমেছে। প্রতি ৮ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম এই মুহূর্তে ৩৭,৬৮০ টাকা। অন্যদিকে, ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৪৭,১০০ টাকা এবং ১০০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৪,৭১,০০০ টাকা। অর্থাৎ ১০০ গ্রামে প্রায় ১,০০০ টাকা দাম কম হলো ২২ ক্যারেট সোনার।

তবে এর পাশাপাশি, দাম কমেছে ২৪ ক্যারেট সোনার। গতকাল যেখানে ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ছিল ৫,১৪৯ টাকা, সেখানেই আজ এক গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৫,১৩৮ টাকা। অর্থাৎ প্রতি এক গ্রামে ১১ টাকা করে দাম কমেছে ২৪ ক্যারেট সোনার। পাশাপাশি ৮ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম এই মুহূর্তে ৪১,১০৪ টাকা, ১০ গ্রামের দাম ৫১,৩৮০ টাকা, ১০০ গ্রামের দাম ৫,১৩,৮০০ টাকা। অর্থাৎ ১০০ গ্রামে প্রায় ১১০০ টাকা দাম কমলো ২৪ ক্যারেট সোনার

একইভাবে দাম কমেছে রুপোর। গতকালের তুলনায় আজ রুপোর দাম প্রতি গ্রামে কমেছে ০.৪০ টাকা অর্থাৎ ৪০ পয়সা করে। আজ কলকাতায় ১ গ্রাম রুপোর দাম ৫৮ টাকা। একইভাবে ৮ গ্রাম রুপোর দাম ৪৬৪ টাকা। ১০ গ্রামের দাম ৫৮০ টাকা। ১০০ গ্রামের দাম ৫,৮০০ টাকা এবং ১ কিলোগ্রাম দাম ৫৮,০০০ টাকা। অর্থাৎ সেই হিসেবে দেখতে গেলে প্রতি এক কিলোগ্রামে ৪০০ টাকা দাম কমেছে রুপোর। আন্তর্জাতিক দামের নিরিখাই মূলত সোনা এবং রুপোর দাম কিছুটা কমের দিকে রয়েছে। আন্তর্জাতিক বাজারে এই দাম কিছুটা বৃদ্ধি পায় তাহলে আগামীকাল সোনা এবং রুপোর দাম বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আজকে এই সোনা ও রূপো কেনার সব থেকে ভালো সময় বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Related Articles

Back to top button