Gold Price Today: বিয়ের সিজন শুরুর আগে-চড়চড়িয়ে বাড়ছে হলুদ ধাতুর দামের পারদ, চিন্তার ভাঁজ সাধারণ মানুষের
সোমবার ভারতীয় বাজারে আবারো দাম বাড়ল সোনা এবং রুপোর । সপ্তাহের প্রথম দিনে এমসিএক্স সূচকে ১০ গ্রাম গোল্ড ফিউচার্সের দাম ০.০২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে। তবে সপ্তাহের প্রথম দিনে কলকাতায় সোনার দামের অনেকটাই চিন্তার ভাঁজ মধ্যবিত্তের কপালে। এদিকে পৌষ মাস শেষ হলেই মাঘ মাসে বিয়ের মরশুম শুরু হবে। ৩ জানুয়ারি, নতুন বছরের নতুন বছরের প্রথম সোমবার গোটা ভারত জুড়ে সোনার দাম মোটেই স্বস্তি দিচ্ছে না আম জনতার।
আসুন দেখে নেওয়া যাক একনজরে আজ ভারতে সোনার দাম কেমন আছে? আজ কলকাতাত ২২ ক্যারেট সোনার ১ গ্রামের দাম হলো ৪৭১৬ টাকা, ৮ গ্রাম সোনার দাম ৩৭৭২৮ টাকা, ১০ গ্রাম সোনার দাম ৪৭১৬০ টাকা, ১০০ গ্রাম সোনার গ্রাম ৪৭১৬০০ টাকা৷ আর ২৪ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ৪৯৮৬ টাকা, ৮ গ্রামের দাম ৩৯৮৮৮ টাকা, ১০ গ্রামের দাম ৪৯৮৬০ টাকা, ১০০ গ্রামের দাম ৪৯৮৬০০ টাকা। অন্যদিকে আজ রুপোর দাম প্রতি গ্রাম ৬২.৭০ টাকা। প্রতি ৮ গ্রাম ৫০১.৬০ টাকা। প্রতি ১০ গ্রাম ৬২৭ টাকা । প্রতি ১০০ গ্রামে ৬২৭০ টাকা। ফলে ১ কেজিতে রুপোর দাম ৬২৭০০ টাকা হয়েছে।
আর এত দাম দিয়ে সোনা কিনতে বেশ চিন্তিত মধ্যবিত্তরা। সোনার দাম যেখানে পঞ্চাশের দোঁগোড়ায় সেখানে সাধারণ মানুষ সোনা কিনতে গিয়ে বেশ চিন্তিত তা বলা যেতেই পারে। তাই তো কলকাতার বুকেও সোনার দোকনে কিন্তু বিয়ের মরশুমের আগে উপচে পড়া ভিড় মোটেই চোখে পড়লোনা। গোটা ডিসেম্বর মাস জুড়ে বিয়ের মরশুমে সোনার দামে একপ্রকার নাস্তানাবোধ ছিল সাধারণ মানুষ। চলতি মাসেও একই চিত্র দেখা যাবে বলে মনে করছেন।