চলতি সপ্তাহের শুরুতে সব রেকর্ড ভেঙে সোনার দাম ৬০ হাজারের গণ্ডি পেরিয়ে গিয়েছিল। ২০২০ সালের আগস্ট মাসের রেকর্ডও ভেঙেছে এই কয়েকদিনের রেট। ফলে মাথায় হাত পড়েছিল ক্রেতা বিক্রেতা উভয়ের। গতকাল বুধবার এই মূল্যবান হলুদ ধাতুর দাম সামান্য কমলেও আজ বৃহস্পতিবার ফের বৃদ্ধি পেল সোনার দাম। সোনার সাথে পাল্লা দিয়ে দাম বেড়েছে রুপোরও। আজ ২৩ মার্চ, বৃহস্পতিবার ২২ ক্যারেট ও ২৪ ক্যারেট সোনার দাম কত রয়েছে? জানতে এই প্রতিবেদনটি অবশ্যই সম্পূর্ণ পড়ুন।
ফের দাম বেড়ে গেল সোনার। বুধবার কিছুটা দাম কমেছিল সোনা-রুপোর। বৃহস্পতিবারের বাজার খুলতেই অন্য চিত্র। ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বাড়ল ৬০০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বাড়ল ৬৫০ টাকা। বৃহস্পতিবার ২২ ক্যারেট ১ গ্রাম সোনার দাম ৫,৪৮০ টাকা। ১০ গ্রাম গয়নার সোনার দাম যাচ্ছে ৫৪,৮০০ টাকা। অন্যদিকে, ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার নতুন দাম ৫,৯৭৮ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম যাচ্ছে ৫৯,৭৮০ টাকা।
পিছিয়ে নেই রুপোও। সোনার পাশাপাশিই বৃহস্পতিবার দাম বাড়ল এই ধাতুরও। ১ কেজি রুপোর দাম বাড়ল ১০০০ টাকা। এক কেজি রুপোর বাটের নতুন দাম ৭২,৬০০ টাকা। প্রসঙ্গত উল্লেখ্য, আপনি যদি ঘরে বসে সোনার দাম চেক করতে চান তাহলে একটি ফোন নাম্বারে মিসকল বা মেসেজ করলেই সমস্ত তথ্য জেনে নিতে পারবেন। ইন্ডিয়ান বুলিয়ন এন্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের মতে আপনি ৮৯৫৫৬৬৪৪৩৩ নম্বরে মিসকল করলে দাম চেক করতে পারবেন। এছাড়া ওই নম্বরে মেসেজ করলেও আপনাকে মেসেজে সমস্ত দাম জানিয়ে দেওয়া হবে।