Gold Price Today: আজ সোনার দাম গড়লো নতুন রেকর্ড, দাম ছাড়ালো ৬১ হাজারের গণ্ডি
সোনার পাশাপাশি ব্যাপক দাম বেড়েছে রুপোরও
মার্চ মাসে রীতিমত আগুন লেগেছিল সোনার দামে। মাসের শেষে সামান্য দাম কমেছিল এই মূল্যবান ধাতুর। তবে বিশেষজ্ঞরা জানিয়ে দিয়েছিলেন যে দামের পতন স্থায়ী হবে না। আর তাই হল। সোনার দাম আবার বৃদ্ধি পেল এপ্রিল মাসের প্রথম সপ্তাহেই। MCX-এ সোনার ফিউচার প্রতি ১০ গ্রাম ৬১ হাজার টাকার উপরে ট্রেড করছে। আজ কততে বিকোচ্ছে সোনা? জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
মহাবীর জয়ন্তী উপলক্ষে, মঙ্গলবার এক্সচেঞ্জে সকালের লেনদেন ছিল না। তবে সন্ধ্যায় এক্সচেঞ্জ খুললে সোনা একটি নতুন রেকর্ড তৈরি করে। এই নতুন রেকর্ডের পরে, মঙ্গলবার সোনার ফিউচার প্রতি ১০ গ্রাম ৬০,৯৫৪ টাকায় বন্ধ হয়েছিল। আজ বুধবার মার্কেট খুলতে সেই ধারা বজায় থাকল। মার্কেট খুলতেই সোনার দাম বুম দেখালো। সোনার ফিউচার সর্বকালের সর্বোচ্চ ৬১,১৪৫ টাকা প্রতি ১০ গ্রাম হয়েছে আজ।
অন্যদিকে, আজ বুধবার রুপোর দাম প্রতি কেজিতে ৪৫০ টাকা বৃদ্ধি পেয়েছে। এই দাম বৃদ্ধির পর রুপোর দাম অন্য উচ্চতায় পৌঁছে গিয়েছে। আজ প্রতি কেজি রুপোর ফিউচার মূল্য ছিল ৭৫,১৭৫ টাকা। প্রসঙ্গত উল্লেখ্য, আপনি ঘরে বসেও সোনার দাম চেক করতে পারবেন। ইন্ডিয়ান বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের মতে, আপনি 8955664433 নম্বরে মিসড কল দিয়ে দাম চেক করতে পারেন। আপনি যে নম্বর থেকে মেসেজ করবেন সেই নম্বরেই আপনার মেসেজ আসবে।