নিউজদেশব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

যারা UPI পেমেন্ট করেন তাঁদের জন্য বড় সুখবর, এই বড় সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার

হাসপাতাল এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য UPI লেনদেনের সীমা বাড়ানো হয়েছে

Advertisement

আজকাল ভারতে টাকা লেনদেন ধীরে ধীরে ডিজিটাল হচ্ছে। ডিজিটাল ইন্ডিয়ার হাত ধরে প্রত্যেকেই আজকাল স্মার্টফোনের মাধ্যমে ব্যবহার করছেন UPI টাকা পেমেন্ট করার জন্য। আজকাল আমরা সবাই প্রতিদিন UPI অ্যাপের মাধ্যমে পেমেন্ট করি। GPay, PhonePe এবং Paytm-এর মতো অনেক অ্যাপ এখন ভারতের বাজারে জনপ্রিয়। বর্তমান সময়ে UPI লেনদেনের ওপর প্রচুর মানুষ নির্ভর করেন। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ UPI ব্যবহার করে বিভিন্ন ধরনের লেনদেন করেন। এই লেনদেনের সুবিধার্থে সরকার UPI লেনদেনের নিয়মকানুনে সময়মতো পরিবর্তন আনছে।

সম্প্রতি, RBI গভর্নর শক্তিকান্ত দাস UPI লেনদেনের জন্য নতুন নিয়ম ঘোষণা করেছেন। এই নিয়ম অনুসারে, হাসপাতালে এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য UPI লেনদেনের সীমা ১ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হয়েছে। এছাড়াও, ই-মেন্ডেটের ক্ষেত্রেও লেনদেনের সীমা বাড়ানো হয়েছে। আগে ই-মেন্ডেটের মাধ্যমে ১৫ হাজার টাকা পর্যন্ত লেনদেন করা যেত। এখন এই সীমা বাড়িয়ে ১ লক্ষ টাকা করা হয়েছে।

নতুন নিয়মের উদ্দেশ্য হল UPI লেনদেনকে আরও সহজতর এবং সাশ্রয়ী করে তোলা। হাসপাতালে এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য লেনদেনের সীমা বাড়ানোর ফলে রোগী এবং শিক্ষার্থীরা আরও সহজে এবং সাশ্রয়ী মূল্যে চিকিৎসা এবং শিক্ষার খরচ পরিশোধ করতে পারবেন। ই-মেন্ডেটের ক্ষেত্রে লেনদেনের সীমা বাড়ানোর ফলে গ্রাহকরা এখন আরও বেশি পরিমাণে অর্থ প্রদানের জন্য ই-মেন্ডেট ব্যবহার করতে পারবেন। এটি গ্রাহকদের জন্য লেনদেন প্রক্রিয়াটিকে আরও সহজ এবং সুবিধাজনক করে তুলবে। এই নতুন নিয়মগুলি ১ এপ্রিল, ২০২৪ থেকে কার্যকর হবে।

Related Articles

Back to top button