ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড যেমন জরুরি, তেমনই জীবনে চলার ক্ষেত্রে জরুরি হল রেশন কার্ডও। অন্যান্য নথির মতো এর মূল্যও কিন্তু কম কিছু না। বর্তমান সময়ে দেশের প্রায় ৮০ কোটি মানুষ বিনামূল্যে রেশন পান। তেমনই পশ্চিমবঙ্গেরও লাখ লাখ মানুষ বিনামূল্যে রেশনের সুবিধা পেয়ে থাকেন।
বর্তমান সময়ে রেশন কার্ড বানানো অনেকটাই সহজ। এখন রেশন কার্ড বানানোর জন্য জনগণকে এখন আর সরকারি অফিসে যেতে হবে না। এখন এর সাথে সম্পর্কিত বেশিরভাগ কাজ অনলাইনে করা হয়। আপনি সহজেই অনলাইনে রেশন কার্ডের জন্য আবেদন করতে পারেন এবং আপনার কার্ডের স্থিতিও ট্র্যাক করতে পারেন। আপনি আপনার রাজ্যের খাদ্য ও সরবরাহ ভোক্তা বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এর জন্য আবেদন করতে পারেন। যাইহোক, যাদের কাছে রেশন কার্ড রয়েছে, বিশেষ করে যারা গরীব শ্রেণির মানুষ তাঁরা এই নথির গুরুত্ব বোঝেন।
আপনিও যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনার জন্য একটি বাম্পার সুখবর অপেক্ষা করছে। নভেম্বর মাস পড়ে গিয়েছে। আর এই নভেম্বর মাস থেকে আরও অতিরিক্ত রেশন দেওয়ার সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার। যে কারণে মুখে হাসি ফুটেছে কয়েক লক্ষ মানুষের। রেশন কার্ডেরও কিন্তু অনেক ধরনের শ্রেণি বিন্যাস রয়েছে। যেমন AAY Card, PHH/SPHH Card, RKSY-I Card, RKSY-II Card।
আপনার কাছেও কি AAY Card রয়েছে? তাহলে চলতি মাসে পরিবার পিছু ২১ কেজি চাল এবং ১৪ কেজি গম মিলবে। গম না নিলে সেক্ষেত্রে ১৩.৩ কেজি আটা পেয়ে যাবেন আপনারা। এবার আসা যাক PHH/SPHH Card ধারকদের কথায়। আপনারও যদি এই রেশন কার্ড থেকে থাকে তাহলে মাথাপিছু ৩ কেজি করে চাল এবং ২ কেজি করে গম দেওয়া হবে সরকারের তরফে। এক্ষেত্রেও গম না নিলে সেক্ষেত্রে মাথাপিছু ১.৯ কেজি আটা পেয়ে যাবেন আপনারা।
এছাড়া যাদের RKSY-I Card রয়েছে তাঁরা মাথাপিছু ২ কেজি করে চাল এবং ৩ কেজি করে গম পাবেন। RKSY-II Card যাদের রয়েছে তাঁরা মাথাপিছু ১ কেজি করে চাল এবং ১ কেজি করে গম পাবেন। এরইসঙ্গে সিঙ্গুর স্পেশাল প্যাকেজের যোগ্য উপভোক্তাকে মাথাপিছু ১৬ কেজি করে চাল দেওয়া হবে।
অন্যদিকে আয়লা স্পেশাল প্যাকেজের আওতায়ভুক্ত উপভোক্তাদের মাথাপিছু ১৬ কেজি করে চাল দেওয়া হবে। টোটো স্পেশাল প্যাকেজ আওতায় যারা রয়েছেন, তাদের মাথাপিছু ৮ কেজি চাল এবং ৩ কেজি গম, চা বাগান স্পেশাল প্যাকেজের আওতাভূক্ত পরিবার পিছু ২১ কেজি করে চাল এবং ১৪ কেজি করে গম বা ১৩.৩ কেজি আটা, পাহাড় স্পেশাল প্যাকেজের থাকা পরিবারকে বাড়তি ৬ কেজি চাল এবং ৫ কেজি গম, জঙ্গলমহল স্পেশাল প্যাকেজের আওতায় উপভোক্তাদের বাড়তি ৮ কেজি চাল এবং ৩ কেজি গম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।