আপনিও কি ইপিএফও (EPFO) সদস্য? তাহলে এই খবর আপনার জন্য গুরুত্বপূর্ণ। সাধারণত সরকারি কর্মচারীরা নানা সুবিধা পান, কিন্তু বেসরকারি চাকরিজীবীরা অনেক ক্ষেত্রেই সেসব সুযোগ থেকে বঞ্চিত হন। তবে এবার তাঁদের জন্যও সুখবর আসতে পারে। এমনটাই জানাচ্ছে বিভিন্ন সূত্র। জানা যাচ্ছে, ব্যাঙ্ক অ্যাকাউন্টে মাসে ৯,০০০ টাকা পেনশন জমা পড়তে পারে। আসুন, বিস্তারিত জেনে নেওয়া যাক।
বেসরকারি কর্মীদের জন্য ৯০০০ টাকা পেনশন?
বর্তমানে ইপিএফও-র সদস্যদের মধ্যে প্রশ্ন উঠছে, তাঁরা কি মাসিক ৯,০০০ টাকা পেনশন পাবেন? কেন্দ্র সরকার গত বছর সরকারি কর্মচারীদের জন্য ইউনিফাইড পেনশন স্কিম (UPS) চালুর ঘোষণা করেছিল। এই প্রকল্প অনুযায়ী, ২৫ বছর ধরে চাকরি করা কর্মীরা অবসরের পর তাঁদের শেষ মাসের বেতনের ৫০% পেনশন হিসেবে পাবেন। নতুন এই পেনশন প্রকল্প ২০২৫ সালের ১ এপ্রিল থেকে কার্যকর হওয়ার কথা।
সরকার যখন সরকারি কর্মচারীদের জন্য নিশ্চিত ন্যূনতম পেনশনের আশ্বাস দিয়েছে, তখন বেসরকারি কর্মচারীরাও একই সুবিধা চেয়ে দাবি তুলেছেন। কর্মচারী ভবিষ্যনিধি সংস্থার (EPFO) আওতায় থাকা কর্মীরা কর্মচারী পেনশন প্রকল্প (EPS)-এর অধীনে ন্যূনতম পেনশন বৃদ্ধির দাবিতে সরব হয়েছেন।
পেনশনভোগীদের দাবি কী?
বর্তমানে ইপিএফও-র অধীনে থাকা কর্মীরা ন্যূনতম পেনশন মাত্র ১,০০০ টাকা পান, যা বর্তমান বাজারদরে খুবই অপ্রতুল। তাই তাঁদের দাবি, এই পেনশন বাড়িয়ে কমপক্ষে ৯,০০০ টাকা করা হোক। এর পাশাপাশি, তাঁরা বিনামূল্যে চিকিৎসা সুবিধা এবং মহার্ঘ্য ভাতা (DA) চালুর দাবিও তুলেছেন। বর্তমানে EPS-95-এর আওতায় প্রায় ৮০ লক্ষ পেনশনভোগী রয়েছেন, যাঁরা এই সুবিধার দাবি করছেন।
সরকার কী ভাবছে?
EPS-95 জাতীয় সংগ্রাম কমিটির সভাপতি কমান্ডার অশোক রাউত জানিয়েছেন যে বাজেট ঘোষণার আগে অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের সঙ্গে এই বিষয়ে আলোচনা হয়েছিল। কিন্তু ২০২৫-২৬ সালের বাজেটে এ নিয়ে কোনো ঘোষণা হয়নি, যা পেনশনভোগীদের হতাশ করেছে।
এদিকে, মাদ্রাজ লেবার ইউনিয়ন ও বি অ্যান্ড সি মিলস স্টাফ ইউনিয়ন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মান্ডভিয়াকে চিঠি দিয়ে EPS-95-এর আওতাভুক্ত পেনশনভোগীদের জন্য ন্যূনতম মাসিক পেনশন ৯,০০০ টাকা করার দাবি জানিয়েছে। এখন দেখার বিষয়, সরকার এই বিষয়ে কী সিদ্ধান্ত নেয় এবং বেসরকারি কর্মচারীরা শেষ পর্যন্ত তাঁদের প্রত্যাশিত সুবিধা পান কি না।