টেক বার্তানিউজ

Google এ এইগুলি কখনো সার্চ করবেন না, তাহলেই আপনি ফেঁসে গেলেন!

Advertisement

‘গুগল’ হল মূলত একটি সার্চ ইঞ্জিন যার মাধ্যমে আমরা ইন্টারনেট ব্যাবহার করে যে কোনো কিছুর তথ্য, ভিডিও, ছবি, ইনফরমেশন, আর্টিকেল একমুহূর্তে সব জানতে পারি। এককথায় গুগল আমাদের কাছে শিক্ষকের মত কাজ করে, যার থেকে আমরা জ্ঞান অর্জন করতে পারি।

আমাদের কোনো কিছু তথ্য জানার ইচ্ছে হলে আমরা গুগল এ সার্চ করি। কিন্তু এমন কিছু বিষয় রয়েছে যেগুলো গুগলই সার্চ করলে আপনাকে নানান অসুবিধার মুখে পড়তে হতে পারে।

কি কি বিষয় জেনে নিন:

১)অনলাইন ব্যাংকের ওয়েবসাইটের লিংক ভুল করেও গুগলে সার্চ করবেন না। এতে আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়ে যেতে পারে যেকোনো মুহূর্তে। ডাইরেক্ট URL ব্যবহার করে সাইটটি খুলুন।

২)আপনার কোনো অ্যাপ বা স্টওয়্যার ডাউনলোড করার হলে কোনো অ্যাপ স্টোর বা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন। ভুল করেও গুগল থেকে সার্চ করে করবেন না।

৩)আপনার কি রোগ হয়েছে, তার জন্য কি ওষুধ এর প্রয়োজন তা জানতে ডাক্তার এর পরামর্শ নিন। গুগল এ সার্চ করা বন্ধ করুন।

৪)ফেসবুক, টুইটার বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট গুগলে সার্চ করে খুলবেন না। URL থেকে সরাসরি খুলুন।

৫)এছাড়া বিভিন্ন সরকারি ওয়েবসাইট যেমন পুরসভা কর, হাসপাতাল ইত্যাদি সাইটগুলো URL থেকে সরাসরি সার্চ করুন। গুগল থেকে সার্চ করবেন না। এতে স্ক্যাম হবার সম্ভাবনা থাকে।

Related Articles

Back to top button