Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Celeb Childhood Photo: এই সুন্দর চেহারার মেয়েটি আজ বড় অভিনেত্রী হয়ে উঠেছে, ছবি দেখলে অবাক হবেন

Updated :  Saturday, September 17, 2022 2:49 PM

সোশ্যাল মিডিয়ার তারকাদের নিয়ে চর্চার শেষ নেই। ছোটপর্দা হোক কিংবা বড়পর্দা সব ধরনের তারকাদের নিয়েই কৌতূহলী থাকেন সাধারণ দর্শকরা। তাদের শেয়ার করা যেকোনো ছবি কিংবা ভিডিও মুহূর্তে ভাইরাল হয় নেটজনতার মাঝে। তাদের শেয়ার করা কোন পোস্টটি নজর এড়ায় না ভক্তদের। এই মুহূর্তে গোটা সোশ্যাল মিডিয়ায় এক তরুণ বলি ডিভার ছোটবেলাকার ছবি ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে। সেই নিয়েই আপাতত শোরগোল নেটনাগরিকদের মাঝে। ভাইরাল হওয়া কিউটনেসে ভরপুর এই ছবিতে চেনা যাচ্ছে এই গোলমাটোল বলি ডিভাকে?

Celeb Childhood Photo: এই সুন্দর চেহারার মেয়েটি আজ বড় অভিনেত্রী হয়ে উঠেছে, ছবি দেখলে অবাক হবেন

সাবা পাতৌদির শেয়ার করা এই বাচ্চা মেয়েটির ছবি দেখে উচ্ছ্বসিত অধিকাংশ নেটজনতা। ইনি আর কেউ নন সকলের প্রিয় সারা আলি খান। কয়েকদিন আগে অভিনেত্রীর মাসি সারার ছোটবেলাকার এই ছবি শেয়ার করে নিয়েছিলেন। ছবিতে গোলগাল বাচ্চাটিকে একটি হাত কাটার ফ্রক পরে হাতে একটি জুতো নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। ছবিটি দেখেই বোঝা যাচ্ছে এটি বেশ অনেকদিন আগেকার। এটি শেয়ার করেই ক্যাপশনে সাবা পাতৌদি লিখেছিলেন, “সারা এটা আমার প্রথম মোবাইল”। ক্যাপশন দেখেই মোটামুটি সকলের কাছেই স্পষ্ট হয়েছিল ছবিটি কার। অভিনেত্রীর ভক্তরা এর আগেও অভিনেত্রীর একাধিক ছোটবেলাকার ছবি ভাইরাল হতে দেখেছেন, যার সূত্র ধরে অনেকেই হয়তো আগেই চিনে নিয়েছেন তাদের প্রিয় সারা আলি খানকে। খুশিও হয়েছেন নিজেদের প্রিয় অভিনেত্রীর এমন একটি কিউট ছবি দেখে। অবশ্য সেই ঝলক মিলবে কমেন্টবক্সেই।

Celeb Childhood Photo: এই সুন্দর চেহারার মেয়েটি আজ বড় অভিনেত্রী হয়ে উঠেছে, ছবি দেখলে অবাক হবেন

সারা আলি খান বলিউডের অন্যতম তরুণ উঠতি অভিনেত্রী। খুব অল্প সময়ের মধ্যেই অভিনেত্রী হিসেবে ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা পাকা করে ফেলেছেন তিনি। ২০১৮ সালে অভিষেক কাপুর পরিচালিত ‘কেদারনাথ’ ছবি দিয়েই সারা পা রেখেছিলেন বলিউড ইন্ডাস্ট্রিতে। প্রথম ছবিতে সুশান্ত সিং রাজপুতের বিপরীতে দেখা গিয়েছিল তাকে। এরপর থেকে বড়পর্দায় একের পর এক সফল ছবি উপহার দিয়েছেন নিজের দর্শকদের। এই মুহূর্তে সাইফ কন্যা যে নিজের এই ছোটবেলাকার ছবির সূত্র ধরেই পুনর্বার চর্চিত হয়েছেন, তা বলার অপেক্ষা রাখছে না।