Gori Nagori: শরীরের নরম অঙ্গ ঝাঁকিয়ে নাচলেন গোরি নাগরী, দেখে নিয়ন্ত্রণের বাইরে চলে গেল ভিড়

"বিগ বস" খ্যাত গোরি নাগরী ফের নিজের কর্মকাণ্ডের মাধ্যমে ভাইরাল হলেন সোশ্যাল মিডিয়ায়। আজকের নিবন্ধের শুরুতে আমরা আপনাদের বলে রাখি, হরিয়ানভি ডান্সের ক্ষেত্রে গোরি নাগরী এমন একজন ব্যক্তিত্ব, যিনি কখনই…

Avatar

“বিগ বস” খ্যাত গোরি নাগরী ফের নিজের কর্মকাণ্ডের মাধ্যমে ভাইরাল হলেন সোশ্যাল মিডিয়ায়। আজকের নিবন্ধের শুরুতে আমরা আপনাদের বলে রাখি, হরিয়ানভি ডান্সের ক্ষেত্রে গোরি নাগরী এমন একজন ব্যক্তিত্ব, যিনি কখনই তার ভক্তের মনোবাসনা পূর্ণ করতে দ্বিধাবোধ করেন না। খোলা স্টেজে নিজের শরীরে জল ঢালা থেকে শুরু করে টাইট স্যুট পরে ডান্স করা, সর্বক্ষেত্রে পারদর্শিতা দেখিয়েছেন এই নৃত্যশিল্পী। আপনারা জানলে অবাক হবেন, সোশ্যাল মিডিয়ায় গোরি নাগরীর সাহসী ডান্সের ভিডিও আসা মাত্রই তা চোখের পলকে লক্ষাধিক ভিউস অর্জন করে।

আমরা আপনাদের বলি, গোরি নাগরী এমন একজন সাহসী নৃত্যশিল্পী, যিনি তার ভক্তদের মনোবাসনা পূর্ণ করতে সাহসের সর্বোচ্চ সীমানা পর্যন্ত অতিক্রম করতে পারেন। বর্তমানে চরম সাহসী এই নৃত্য শিল্পীর একটি ডান্সের ভিডিও রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছে ইউটিউবে। যেখানে তাকে কালো রঙের টাইট স্যুটে সাহসিকতার চরম সীমানা অতিক্রম করতে দেখা গেছে। এমনকি খোলা স্টেজে নিজের শরীরের নরম অঙ্গ ঝাঁকিয়ে উপস্থিত দর্শকদের উত্তপ্ত করতেও দেখা গেছে এই নৃত্যশিল্পীকে।

আমরা আপনাদের বলি, স্বর্ণকেশী গোরি নাগরী এমন একজন সাহসী ডান্সার, যিনি তার ভক্তের মনোবাসনা পূর্ণ করতে কখনও দ্বিধাবোধ করেন না। বিগত কয়েক বছর ধরে খোলা স্টেজে সাহসী পারফরম্যান্স করে পরিণত হয়েছেন সোশ্যাল মিডিয়া সেন্সেশনে। আজ স্বপ্না চৌধুরীর পরে যদি কোন হরিয়ানভি নৃত্যশিল্পী সংবাদমাধ্যমে বারবার আলোচিত হন, তবে নিঃসন্দেহে তিনি গোরি নাগরী। উল্লেখ্য, বর্তমানে হরিয়ানার একাধিক নৃত্যশিল্পী সোশ্যাল মিডিয়ায় আলোচিত হলেও সবার প্রথমে যে নামটি আসে তিনি হলেন গোরি নাগরী। যিনি হরিয়ানভি মঞ্চে নাচের মাধ্যমে নিজের চিহ্ন তৈরি করেছেন। দেখুন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া গোরি নাগরীর সর্বশেষ ডান্সের ভিডিও-