Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

আবারো হাসপাতালে ভর্তি গৌরব! সোমবার টানা ৬ ঘন্টার অস্ত্রোপচার অভিনেতার

Updated :  Sunday, August 22, 2021 10:11 PM

জুন মাসেই হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছিলেন ওগো নিরুপমা ধারাবাহিকের আবির। হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিনেতা। টেস্ট করে জানা গিয়েছিল বোন টিউমারে আক্রান্ত হয়েছেন গৌরব রায়চৌধুরী। কি করে আক্রান্ত হন অভিনেতা? মাসকয়েক আগে জিম করতে গিয়ে কনুইতে ব্যথা অনুভব করেছিলেন অভিনেতা। পরবর্তী সময়ে ডান হাতের কনুইতে বোন টিউমার ধরা পড়েছে তাঁর।

আর সেই টিউমার অস্ত্রোপচার না করলে কমবেনা। আর সে জন্যই রবিবার কলকাতার এক  বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন গৌরব। আগামিকাল অর্থাৎ সোমবার অভিনেতার অস্ত্রোপচার হয়। চিকিৎকেরা জানিয়েছেন, ৬ ঘন্টা ধরে অভিনেতার অপরারেশন করা হবে গৌরবের হাতের ওই বোন টিউমারটি। 

সদ্য শেষ হয়েছে ‘ওগো নিরুপমা’ ধারাবাহিকের আবির। জুন মাসে এই ধারানাহিকের সম্প্রচার হয়েছে। আর সেই সময়ে চোখে ইনফেকশন হওয়াতে হাসপাতালে ভর্তি হতে হয়েছিলেন গৌরব। হাসপাতালে ভর্তি থাকাকালীন সেই সময়ে অভিনেতার জন্মদিন পড়ে। হাসপাতালের বেডে শুয়ে নিজের জন্মদিন হাসপাতালের ডাক্তার আর নার্সদের সাথে উদযাপন করলেন। একটু সুস্থ হতেই সেইসময় ‘ওগো নিরুপমা’ ধারাবাহিকের অন্তিম পর্যায়ের শ্যুটিং নিয়ে ব্যস্ত থাকায় তড়িঘড়ি সেটে ফিরেছিলেন। সেইসময় জানিয়েছিলেন, আগস্ট মাসের মধ্যে এই বোন টিউমারটি অপারেশন করাবেন। ধারাবাহিকের শ্যুটিং শেষ হলেও অভিনেতা পরিচালক মৈনাক ভৌমিকের নতুন ছবি ‘একান্নবর্তী’র শ্যুটিংয়ে ব্যস্ত হয়ে পড়েন। এর জন্যই কিছুদিন অস্ত্রোপচারের তারিখ পিছিয়ে দেন গৌরব।

অবশেষে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। তবে অভিনেতার অসুস্থতার জন্য অনেক অনুগামী উদ্বেগ হয়ে পড়েছেন। তভে গৌরব নিজের অনুগামীদের উদ্দেশ্যে জানিয়েছেন, তাঁর এই বোন টিউমারের বায়োপসি রিপোর্টে চিন্তার কোনও বিষয় নেই। তবে সার্জারি করিয়ে নেওয়াটা খুব জরুরি। অপারেশনের পর একটু সাবধানে থাকতে হবে। তবে পনেরো দিন পর থেকেই সিনেমার শ্যুটিংয়ে যোগ দিতে পারবেন অভিনেতা।

গৌরব কৌশিক সেনের থিয়েটার গ্রুপে যুক্ত হয়ে থিয়েটারে অভিনয় করা শুরু করেন৷ এরপর থিয়েটার দলে অভিনয় দক্ষতা গড়ে তোলার পর সানন্দা টিভিতে প্রথম টিভি সিরিয়াল অল্প প্রেমের গল্প দিয়ে টেলিভিশন জগতে অভিষেক করেন। এরপর ছোটপর্দায় ‘ত্রিনয়নী’, ‘ওগো নিরুপমা’র মতো ধারাবাহিকে অভিনয় করে বেশ জনপ্রিয় হয়েছেন। এবার ছোট পর্দার পাশাপাশি বড়পর্দাতেও পা রাখতে চলেছেন। তবে এত তাড়াতাড়ি ‘ওগো নিরুপমা’ শেষ হওয়াতে অনেকে অনুগামীর মন খারাপ হয়। তবে নতুন কিছু সিনেমার জন্য অপেক্ষা করছেন অনুগামীরা।