কলকাতানিউজরাজ্য

আগামী বছর বাড়তি ছুটি পাবেন সরকারি কর্মচারীরা, ঘোষণা মমতার

Advertisement

আগামী বছর দুর্গাপূজো উপলক্ষে রাজ্য সরকারী কর্মচারীদের অতিরিক্ত ছুটির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুজোর সরকারী কর্মচারীদের টানা ১৫ দিন ছুটির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। ২০ টি ছুটি ছাড়াও থাকছে অতিরিক্ত এই ১৫ টি ছুটি। আগামী বছর সরকারী ঘোষণা মতো ১৯ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত সরকারী কর্মচারীরা ছুটি পাবেন। কিন্তু সরকারী ভাবে ছুটি ১৯ তারিখ হলেও ১৭ তারিখ থেকেই পড়ে যাচ্ছে ছুটি। কারণ ১৯ তারিখ পড়েছে সোমবার, ১৭ তারিখ শনিবার ও ১৮ রবিবার৷ এই দুদিন জুড়লে মোট লম্বা টানা ছুটির সংখ্যা দাঁড়াবে ১৫ দিন।

মুখ্যমন্ত্রীর কথায় সারাবছর সরকারী কর্মচারীরা কাজ করেন। তাই পুজোর ছুটিটা তাদের প্রাপ্য। উৎসবের দিনগুলোতে তাদের ছুটি দেওয়াটা মানবিকতা। নতুন বছর শুরু হতে এখনও দুই মাস বাকি থাকলেও ইতিমধ্যেই বেরিয়ে গেছে ২০২০ সালের রাজ্য সরকারী কর্মচারীদের ছুটির তালিকা। মুখ্যমন্ত্রী জানান এই ছুটির বিষয়টা তিনি নিজেই দেখেন। আর সরকারী কর্মচারীদের কথা ভেবেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। পুজোর ছুটি ছাড়াও, শিবরাত্রি, সরস্বতী পুজো, জামাইষষ্ঠীর মতো দিনেও ছুটি দেওয়ার ঘোষণা করেছে রাজ্য সরকার। তবে ২০২০ সালে স্বামী বিবেকানন্দের জন্মদিন, প্রজাতন্ত্র দিবস ও মহরমের মতো ছুটি গুলো রাজ্য সরকারী কর্মচারীরা নাও পেতে পারেন।

Related Articles

Back to top button