ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Business Loan: সহজেই শুরু করুন নিজের ব্যবসা, ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দিচ্ছে সরকার

Advertisement
Advertisement

বর্তমানে চাকরির সঙ্গে সঙ্গে ব্যবসার (Business) দিকে ঝুঁকছেন অনেকেই। চাকরির বাজারের দিকে তাকিয়ে ব্যবসা শুরুর কথা ভাবছেন বহু মানুষ। কিন্তু ব্যবসা শুরু করার জন্য প্রয়োজন হয় টাকা। এবার সরকারের তরফে ব্যবসা শুরুর জন্য দেওয়া হবে ঋণ। কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্পে নিজের ব্যবসা দাঁড় করাতে ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয়।

Advertisement
Advertisement

২০১৫ সালে চালু করা হয়েছিল কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা। এই প্রকল্পের অধীনে দেশের কর্মহীন যুবকদের জন্য রোজগারের ব্যবস্থা এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ব্যবসা বাড়াতে ঋণ দেওয়া হয়। এই প্রকল্পের অধীনে শিশু ঋণে ৫০ হাজার টাকা এবং কিশোর ঋণে ৫ লক্ষ টাকা দেওয়া হয়। আর তরুণ ঋণে ১০ লক্ষ টাকা পর্যন্ত দেওয়া হয় এই প্রকল্পে। এই প্রকল্পের অধীনে ঋণ না লাগে কোনো কোনো ল্যাটেরাল চার্জ আর কিছু বন্ধক রাখার প্রয়োজনও পড়ে না। ১২ মাস থেকে ৫ বছরের মধ্যেই ঋণ পরিশোধ করা যায়।

Advertisement

এই প্রকল্পের অধীনে ঋণের জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে হতে হবে ভারতের স্থায়ী নাগরিক। ২৪ বছরের ঊর্দ্ধে এবং ৭০ বছরের মধ্যে বয়স হলে ঋণের জন্য আবেদন করা যাবে। আবেদনকারীর একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে। ঋণ নিয়ে পরিশোধ করতে না পারলে, অতীতে এমন ঘটনা থেকে থাকলে ঋণ পাওয়া যাবে না। ঋণের জন্য আবেদন করতে আধার, ভোটার বা প্যান কার্ড, ব্যবসার প্রমাণপত্র এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য প্রয়োজন হবে। পাশাপাশি দু বছরের আয়কর রিটার্নের নথিও জমা দিতে হবে।

Advertisement
Advertisement

এই প্রকল্পে ঋণের জন্য আবেদন করতে প্রথমেই udyamimitra.in ওয়েবসাইটে যেতে হবে। এরপর ক্লিক করতে হবে অ্যাপ্লাই নাও তে। New Entrepreneur, Existing Entrepreneur এবং Self Employed এর উপযুক্ত বিকল্পটি বেছে নিতে হবে। নতুন করে রেজিস্ট্রেশন করতে হলে নাম, মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিতে হবে।

Related Articles

Back to top button