Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Aadhaar Card: সাদা নয়, শিশুদের জন্য তৈরি হচ্ছে নীল আধার কার্ড, এভাবে করুন আবেদন

Updated :  Thursday, May 30, 2024 11:03 AM

যেকোনো ভারতীয় নাগরিকের কাছে আধার কার্ড (Aadhaar Card) খুবই গুরুত্বপূর্ণ নথি। সরকারি সমস্ত কাজেই প্রয়োজন হয় আধার। সমস্ত প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের জন্য তো বটেই, শিশুদের জন্যও আধার খুব জরুরি। তবে শিশুদের জন্য ভিন্ন ধরণের আধার কার্ড তৈরি করে সরকার। সাধারণ সাদা আধার কার্ড নয়, শিশুদের জন্য তৈরি হয় নীল রঙের আধার কার্ড। এই ১২ সংখ্যার নীল আধার কার্ড ৫ বছর এবং তার কম বয়সের শিশুদের জন্য তৈরি হয়।

শিশুর আধার কার্ডের জন্য নিয়ম মেনে রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করে তার বাবা মা। একটি সাধারণ সাদা আধার কার্ডের থেকে অনেকাংশে ভিন্ন এই নীল আধার কার্ড। সবথেকে বড় পার্থক্য হল, এই নীল আধার কার্ডের শিশুর বায়োমেট্রিক তথ্য থাকে না। এর জন্য পরিচয়পত্র, সম্পর্কের প্রমাণপত্র, ঠিকানার প্রমাণপত্র, জন্ম পরিচয় পত্রের মতো নথি প্রয়োজন হয়।

UIDAI এর নিয়মানুযায়ী, মা বাবা সন্তানের নীল আধারের জন্য স্কুলের পরিচয়পত্র ব্যবহার করতে পারবেন। আর যদি বাচ্চা স্কুলে ভর্তি না হয় সেক্ষেত্রে শিশুর জন্ম পরিচয়পত্র কিংবা হাসপাতালের ডিসচার্জ স্লিপ ব্যবহার করা যাবে জরুরি নথি হিসেবে। ৫ বছর পর্যন্তই এই নীল আধার ব্যবহার করা যাবে। তারপর ১৫ বছর বয়স পর্যন্ত অন্য আধার কার্ড হবে। ১৫ বছরের বেশি বয়সের ক্ষেত্রে লাগবে বায়োমেট্রিক।

বাচ্চার নীল আধার কার্ড বানানোর জন্য প্রথমেই যেতে হবে এনরোলমেন্ট সেন্টারে। সেখানে গিয়ে এনরোলমেন্ট ফর্ম পূরণ করতে হবে সঠিক ভাবে। এক্ষেত্রে বাচ্চার আধার কার্ড তৈরির জন্য বাবা মায়ের আধার কার্ড প্রয়োজন হবে। একটি সংশ্লিষ্ট ফোন নম্বর দিতে হবে যার ভিত্তিতে তৈরি হবে নীল আধার কার্ড। এই আধার কার্ডের জন্য বায়োমেট্রিক প্রয়োজন হবে না। শুধুমাত্র একটি ছবি তোলা হবে। তারপর তথ্য যাচাইয়ের পর ৬০ দিনের মধ্যে চলে আসবে নীল আধার কার্ড।