মহিলাদের জন্য বিশেষ প্রকল্প এনেছে সরকার, ৭.৫ শতাংশ সুদ দিচ্ছে
মহিলাদের জন্য সুখবর নিয়ে এলো মোদি সরকার। চলতি বছরের বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বেশ কয়েকটি সঞ্চয় প্রকল্পের উল্লেখযোগ্য স্কিম ঘোষণা করেছিলেন। ২০২৩’এর এপ্রিল মাস থেকেই এই প্রকল্প চালু হয়ে গিয়েছে মহিলাদের জন্য। উল্লেখ্য, এই মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট প্রোগ্রাম একেবারেই নতুন মহিলাদের জন্য।
কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কথায় সরকারি ব্যাঙ্কগুলি এই নতুন কর্মসূচির ব্যাপারে জানাতে নতুন উদ্যোগ নিতে পারে। এই প্রকল্পের অধীনে থাকা যেকোন মহিলা সারা দেশের যেকোনো সরকারি ব্যাঙ্ক কিংবা পোস্ট অফিসে নিজেদের নামে অ্যাকাউন্ট খুলতে পারেন। ২০২৩ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত চলবে এই প্রকল্পটি। যেকোনো মহিলা কিংবা মেয়েদের নামে এই দুই বছরে দু’লাখ টাকা পর্যন্ত জমানো যাবে। এই প্রকল্পটি ৭.৫ শতাংশ হারে সুদ দেবে। উল্লেখ্য, এটি এককালীন বিনিয়োগযোগ্য প্রোগ্রাম।
देश की महिलाओं की आर्थिक समृद्धि को सुनिश्चित करने के लिए आज से देश के 1.59 लाख डाकघरों में ‘‘महिला सम्मान बचत पत्र’’ का शुभारंभ किया जा रहा है।#MahilaSammanSavingsCertificate@AshwiniVaishnaw @devusinh @FinMinIndia @MinistryWCD @AmritMahotsav @mygovindia @MIB_India @DDNewslive pic.twitter.com/QgAFL249s5
— India Post (@IndiaPostOffice) April 1, 2023
আবেদন করার পদ্ধতি-
১) নিকটবর্তী যেকোনো সরকারি ব্যাঙ্ক বা পোস্টঅফিসে গিয়ে ‘মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট’ প্রোগ্রামের একটি ফর্ম সংগ্রহ করতে হবে।
২) এরপর নিজের বার্ষিক ও মাসিক আয় সম্বন্ধে বিস্তারিত তথ্য দিতে হবে ঐ ফর্মে।
৩) নিজের পরিচয় ও ঠিকানা দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় নথিও জমা দিতে হবে ( আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ডের মতো নথি জমা দেওয়া আবশ্যিক)
৪) এরপর কত টাকা জমা দেবেন সেই বিষয়টি ফর্মে উল্লেখ করতে হবে। তারপরই চেক বা নগর টাকা জমা করে দিতে হবে ঐ অ্যাকাউন্টে।
৫) এরপর মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট প্রোগ্রামের গ্রাহক হিসাবে ব্যাঙ্ক থেকে প্রমাণ হিসাবে একটি শংসাপত্র মিলবে।
লাভের পরিমাণ –
যদি দুইবছরে ২ লাখ টাকা পর্যন্ত জমা করা যায় তাহলে, দুইবছর শেষে ৩১,১২৫ টাকা লাভ হবে। এক্ষেত্রে প্রতিবছর ৭.৫ হারে সুদের হিসাবে প্রথম বছরে ১৫,০০০ টাকা ও দ্বিতীয় বছরে ১৬,১২৫ টাকা লাভ হবে।