Government Job: বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের, চাকরি পাবেন হাজার হাজার মানুষ, কোথায় কত নিয়োগ?
বর্তমান সময়ে দাঁড়িয়ে বেকারত্বের হার বাড়ছে দিন দিন। লকডাউনের পর থেকে সেই হার বেড়ে গিয়েছে অনেকটাই। অবশ্য সেইকথা আর আলাদাভাবে উল্লেখ করার অপেক্ষা রাখে না। সরকারি থেকে বেসরকারি সমস্ত অফিসেই হয়েছে হিসাবহীন ছাঁটাই। তবে এবার সরকারি চাকরির ক্ষেত্রে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের। সুখবর চাকরি প্রত্যাশাকারীদের জন্যেও। এই নিবন্ধের সূত্র ধরে সেই প্রসঙ্গেই বিস্তারিত তথ্য প্রদান করা হবে।
সূত্র মারফত জানা গিয়েছে, প্রায় সাড়ে আটহাজার সরকারি পদে কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। কলকাতা পুলিশের কনস্টেবল পদে নিয়োগ হতে পারে প্রায় আড়াই হাজার কর্মী। এছাড়াও সিদ্ধান্ত অনুযায়ী, পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্যের কর্মী বর্গ দফতরের লোয়ার ডিভিশন ক্লার্ক পদে নিয়োগ করা হতে পারে প্রায় ৪৫০ জনকে।
পাশাপাশি স্বাস্থ্য দফতরের ক্ষেত্রেও রয়েছে সুখবর। কমিউনিটি হেলথ অফিসারদের চুক্তিভিত্তিকভাবেই নিয়োগ করা হবে। তাদের জন্য বরাদ্দ রয়েছে প্রায় ৫৪৬৮’টি ফাঁকা পদ। গত সোমবার ২৪’শে জুলাই মন্ত্রিসভার বৈঠকেই এই নিয়োগভিত্তিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়াও এদিনের বৈঠকে আরো বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে।
১) নিউ চামতা চা বাগানের উনিশ একর জমিতে চাষ পর্যটনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২) মালদার গাজলে ২৮.১৫ একর জমিতে বেসরকারি উদ্যোগে ইথানল কারখানার জন্য জমি বরাদ্দ করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
রাজ্য সরকারের কোন দফতরে কতজন কর্মী এই মুহূর্তে কর্মরত রয়েছেন! সেই তালিকা চেয়ে সমস্ত সরকারি দফতরেই চিঠি পাঠানো হয়েছে। তবে হঠাৎ করে কেন তালিকা চেয়ে পাঠানো হল! সেই নিয়ে বিভিন্ন মহলে শুরু হয়েছে জল্পনা। পাশাপাশি নতুন কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েও চর্চা তুঙ্গে মিডিয়ার পাতায়।